নয়াদিল্লি: সামনেই গোয়ায় নির্বাচন রয়েছে৷ সেই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস৷ গোয়াতে দলের শক্তি বৃদ্ধি করতে দায়িত্ব দেওয়া হল সাংসদ মহুয়া মৈত্রকে৷ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র গোয়ার দায়িত্ব দিয়েছেন৷
A bright future lies ahead for Goa!
Heartfelt congratulations to @MahuaMoitra. Together, we shall ensure that every single Goan sees a New Dawn of growth & development! https://t.co/ZU9Gz2iYNa
— AITC Goa (@AITC4Goa) November 13, 2021
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লির রাজনীতিতে অনেকটাই এগিয়ে গিয়েছিল মহুয়া মৈত্র৷ লোকসভায় তাঁর ঝাঁজালো বক্তব্যের কাছে কার্যত চুপ হয়েছিল কেন্দ্রের শাসকদল মোদি-অমিত শাহের ক্যাবিনেট৷ শুধু তাই নয়, সিএএ, কৃষি আইন নিয়ে মহুয়ার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য জাতীয় সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি৷ সেই মহুয়াকেই আচমকাই গোয়ার দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তাঁকে দিল্লি থেকে সরিয়ে গোটা গোয়ার দায়িত্ব দেওয়াটা উপহার না কি সাজা-তা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷ কারণ, গোয়ার দায়িত্ব পাওয়ার নতুন জায়গায় সংগঠনের শক্তি বৃদ্ধিতে সেখানকার মাটি কামড়ে পড়ে থাকবে তাঁকে৷ অন্যদিকে, মহুয়াকে দিল্লি থেকে সরানোতে তৃণমূলের দিল্লির দায়িত্ব বর্তাবে ডেরেক ও’ব্রায়েনের হাতে৷ তাহলে কি ডেরেক উপহার পেলেন দলের থেকে? নাকি বাগ্মী নেতা লোকসভায় বিরোধীদের চুপ করিয়ে দেওয়া নেত্রী মহুয়াকে সামনে গোয়া দখল করতে চাইছে তৃণমূল?-প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে৷ তবে, তৃণমূল সূত্রের দাবি, গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ যাই হোক না কেন, তার পুরোটাই বর্তাবে মহুয়ার উপরে৷ দলীয় মহুয়াকে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে৷
Looking forward to doing my very best. Thank you for the opportunity @MamataOfficial https://t.co/Dr5w901AP4
— Mahua Moitra (@MahuaMoitra) November 13, 2021
আরও পড়ুন-মণিপুরে সেনাদের আত্মত্যাগ ভোলা যাবে না, বলছেন মোদি, দেশ রক্ষায় ব্যর্থ কেন্দ্র পাল্টা রাহুল
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমের রাজ্য গোয়ার আসন্ন নির্বাচনে লড়াইয়ের বার্তা দিয়েছেন৷ গোয়ার ৪০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল৷ যা জাতীয় রাজনীতির ক্ষেত্রের যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ এ কারণেই গোয়াতে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷
Our Hon’ble Chairperson @MamataOfficial is pleased to appoint Smt. @MahuaMoitra as the State in-charge of the @AITC4Goa unit, with immediate effect. pic.twitter.com/9Y4RBbe1P2
— All India Trinamool Congress (@AITCofficial) November 13, 2021
শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, ‘ মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় উজ্জ্বল ভবিষ্যতের জন্য মুখিয়ে রয়েছেন৷ সাহস ও প্রজ্ঞার সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজেদের শক্তি বৃদ্ধি করে যাবে৷’ তৃণমূলের প্রতিনিধি হিসাবে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যে গোয়া পরিদর্শন করেছেন৷ গোয়ার সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পড়ে থাকা তরুণী সিদ্ধি নায়েকের পরিবারের সঙ্গে দেখা করেন৷ গোয়ার শেষ বিধানসভা নির্বাচনে ১৭ আসনে জয়ী হয় কংগ্রেস৷ আর ১৩ আসনে জয়ী হয় বিজেপি৷ কিন্তু, স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে মনোহর পারিকরের নেত্ত্বে সরকার গড়ে বিজেপি৷
বেশ কয়েক মাস ধরে গোয়াতে তৃণমূল নিজেদের ঘাঁটি গাড়া চেষ্টা করছিল৷ এমত অবস্থায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এবং প্রসাদ গোয়াঙ্কার তৃণমূলে যোগ দেওয়া হালে পানি বাংলার শাসকদল৷ তারপর থেকেই ধাপে ধাপে গোয়া দখলের কার্যক্রম শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷