কলকাতা: টাইটান (Titanic) ডুবোযান দুর্ঘটনার পর ১০ দিনও কাটেনি। এখনও পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দিয়ে চলেছে ওই ডুবোযান পরিচালন সংস্থা ‘ওশানগেট’। সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ওই বিজ্ঞাপন এখনও সংস্থার ওয়েবসাইটে রয়ে গিয়েছে।
বুধবারই আটলান্টিক মহাসাগরের ৪ কিলোমিটার নীচ থেকে উদ্ধার হয়েছে সাবমেরিন টাইটানের (Submarine Titan) ধ্বংসাবশেষ। মিলেছে পাঁচ অভিযাত্রীর দেহাংশও। তার ঠিক পরের দিনই ওশানগেটের ওয়েবসাইটে দেখা গেল টাইটানিক অভিযানের বিজ্ঞাপন। বলা হয়েছে, ২০২৪ সালের জুন মাসে পরপর দু’টি অভিযানের আয়োজন করতে চলেছে ওশানগেট। ১২ থেকে ২০ জুন প্রথম অভিযান হবে। পরে ২১ থেকে ২৯ জুন ফের সমুদ্রে ডুব দেবে সাবমেরিন টাইটান।
আরও পড়ুন: Vastu Tips | Home | বাড়িতে এখানে বসে খাবার খান? সাবধান বিদায় নেবে ‘মা লক্ষ্মী’
অভিযানের বিষয়ে খুঁটিনাটি তথ্যও দেওয়া রয়েছে বিজ্ঞাপনে। তাতে বলা হয়েছে, প্রথম দিন সেন্ট জনস শহরের সৈকতে উপস্থিত হতে হবে অভিযাত্রীদের। সেখান থেকে শুরু হবে যাত্রা। টাইটানিকের ভগ্নাবশেষ দেখতে নিয়ে যাওয়া হবে। গন্তব্যে পৌঁছতে গেলে ৪০০ নটিক্যাল মাইল ভাসতে হবে সমুদ্রে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছিল, এই অভিযান ‘অনির্দিষ্ট’ কালের জন্য বন্ধ থাকবে। ওই সংবাদ সংস্থার আরও দাবি, নিখোঁজ ডুবোযানের যখন সন্ধান চলছিল, তখনও সংস্থার ওয়েবসাইটে সহকারী পাইলট চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।