কলকাতা: ব্যক্তিগত কারণে ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল৷ মঙ্গলবার সকালে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ইস্তফা দিলেন। সূত্রের খবর, রাজ্যের সম্ভাব্য অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন গোপাল মুখোপ্যাধ্যায়৷ তিনি ১৯৮৬ সালে কলকাতা হাইকোর্টে যোগ দেন৷
https://twitter.com/jdhankhar1/status/1437717073287778304?s=20
২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চার জন অ্যাডভোকেট জেনারেল ব্যক্তিগত কারণে ইস্তফা দিলেন৷ জেনারেল ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের পথ থেকে সরে দাঁড়ালেন। প্রথম অ্যাডভোকেট জেনারেল ছিলেন অনিন্দ্য মিত্র। পরবর্তীকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হন বিমল চট্টোপাধ্যায়৷ তাঁর সময়ে পঞ্চায়েত মামলা নিয়ে তোলপাড় হয়েছিল। রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন মীরা পাণ্ডে৷ সেই মামলায় রাজ্য সরকার হেরে যায়৷ তারপরে দায়িত্বে আসেন জয়ন্ত মিত্র। তিনিও দীর্ঘমেয়াদী ছিলেন না৷ এক বছরের মাথায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান৷
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ও রাজ্যপালের টুইট।
আরও পড়ুন-সুস্মিতা দেব-কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল
২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে আছেন কিশোর দত্ত৷ তিনি অ্যাডভোকেট জেনারেল থাকাকালীন নারদ মামলা থেকে শুরু করে সর্বশেষ নন্দীগ্রাম মামলায় হাইকোর্টে কোণঠাসা হয়ে পড়ছিল রাজ্য সরকার৷ মঙ্গলবার সকাল থেকে তিনি মামলাতেই ব্যস্ত ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনিও হঠাৎই পদ ছেড়ে দেওয়ায় শোরগোল পড়ে যায় কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে।
https://twitter.com/jdhankhar1/status/1437681476544303110?s=20
আরও পড়ুন-Abhishek Banerjee: মিছিলের অনুমতি চেয়ে ফের চিঠি ত্রিপুরা পুলিশকে, অনুমতি না দিলে আদালত যাবে তৃণমূল
আইনজীবী মহল সূত্রে জানা যায়, কলকাতা হাইকোর্টে মামলার পাহাড়ে ব্যক্তিগত সমস্যায় পড়ছিলেন কিশোর দত্ত। শেষের দিকে পেরে উঠছিলেন না তিনি। দেওয়ানি, ফৌজদারি এবং রিট সব মামলাতেই তাঁকে সওয়াল করতে হচ্ছিলো। যা তাঁর কাছে সমস্যা হয়ে দাঁড়িয়ে ছিল৷ শারীরিক ভাবে তিনি পেরে উঠছিলেন না। এ কারণেই পদত্যাগ করেন তিনি।
আরও পড়ুন-প্লে অফের লক্ষ্যে ভয়হীন ক্রিকেটের পরামর্শ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামের
কিশোর দত্ত নিজের ইস্তফার চিঠি রাজ্যপালের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকে পাঠিয়েছেন। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলাচ্ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। ভোট পরবর্তী সন্ত্রাস মামলা থেকে শুরু করে নারদ মামলা, রাজ্যের হয়ে সওয়াল করছিলেন কিশোর দত্ত। ইস্তফা পত্রে কিশোর জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন। রাজ্যপাল ধনখড় ইস্তফাপত্র গ্রহণ করেছেন বলে টুইটে জানিয়েছেন।