কলকাতা: ‘পাঠান’ (Pathan) ঝড়কেও ছাপিয়ে গেল ‘জওয়ান’ (Jawan) ঝড়। কিন্তু কাকভোরে সিনেমা হলে ভিড় দেখলে ভাষা হারিয়ে যাওয়ার মতো অবস্থা। বৃহস্পতিবার ভোর ৫টা, কোথাও সকাল সাড়ে ৬টার শো ‘হাউসফুল’। থিকথিক করছে ভিড়। জাস্ট ভাবাই যায় না। কেউ কেউ একই দিনে দু’টি শো-এর টিকিট কেটে রেখেছেন! তবে এত কিছুর পরও ‘জওয়ান’ দেখার পর কিছু কিছু বিষয় নিয়ে কি খটকা লাগছে? সেগুলো কীরকম দেখে নেওয়া যাক-
আরও পড়ুন: রিলিজের প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে খানখান করে দিলেন শাহরুখ
১) অ্যাটলি পিতা-পুত্রকে আলাদা করতে চেয়েছিলেন শুধু দাড়ি-গোঁফ দিয়ে কি? পর্দায় কখন বাবা, কখন ছেলে— বার বার গুলিয়ে যাচ্ছে
২) মনে রাখার মতো গান নেই। জনপ্রিয়তায় ‘পাঠান’-এর গানের ধারেকাছে নেই জওয়ান-এর কোনও গান নেই
৩) গল্পের গরু গাছে উঠেছে। বুকে পাঁচটা গুলি খেয়ে, মাঝ আকাশে কপ্টার থেকে পড়ে যাওয়ার পরেও শাহরুখ বেঁচেছেন
৪) ছবির দ্বিতীয়ার্ধে নয়নতারাকে নিষ্প্রভ লেগেছে
৫) চেনা গল্পের ছাঁচে নতুন করে অ্যাকশনের রং
এই ৫টি বিষয় নিয়ে কি আপনারাও সহমত? তাহলে কমেন্ট করে জানান।