বিজয়া দশমীর পরে বড় উৎসব বলতে ভাইফোঁটা। ভাইফোঁটা এক সুপ্রাচীন অনুষ্ঠান। ভাইফোঁটা পালনের বিশেষ উদ্দেশ্যও রয়েছে। দিদি বা বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। যমের দুয়ারে দেন কাঁটা। ২০২২ সালের ভাইফোঁটা জ্যোতিষমতে শুভ। কারণ জ্যোতিষমতে চলতি বছরের ভাইফোঁটায় টানা ৫০ বছর পরে সৃষ্টি হয়েছে শুভ সংযোগ।
বুধবার ২৬ অক্টোবর থেকেই পালিত হচ্ছে ভাইফোঁটা। এদিন দ্বিতীয়া তিথি বেলা ২ টো ৪২ মিনিট থেকে পরদিন ২৭ অক্টোবর বেলা ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পালিত হবে ভাইফোঁটা। বুধবার ভাইফোঁটা দেওয়ার উপযুক্ত সময় বেলা ২ টো ৪৪ মিনিট থেকে বেলা ৩টে ২৬ মিনিট। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার উদয়াতিথিতে বেলা ১১ টা ৭ মিনিট থেকে ১২ টা ৪৬ মিনিট পর্যন্ত সময়ে ভাইফোঁটা দিলে তাও মঙ্গলজনক।
জ্যোতিষমতে, ভাইফোঁটায় কোনও ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে তা ভাইবোন দু’জনের পক্ষেই মঙ্গলদায়ক। এতে ভাইবোন দু’জনেই যমরাজের আশীর্বাদ লাভ করবেন।
জ্যোতিষমতে যে শুভযোগগুলি থাকে এর ভিতর প্রীতিযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রীতিযোগের অধিপতি বিষ্ণু। এদিন বিকেল ৫ টা ৪১ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ১৬ মিনিট পর্যন্ত প্রীতিযোগের সময়। প্রীতিযোগ ভা্ইবোনের সম্পর্ককে আরও মজবুত করে।
আরও পড়ুন: Chalo Grame Jai: উৎসব শেষ, মমতার নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচি তৃণমূলের, লক্ষ্য পঞ্চায়েত ভোট
এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ যোগ হল আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে বোন বা দিদি যদি দাদা কিংবা ভাইয়ের কপালে ফোঁটা দেন তাহলে সেও ফলদায়ক।
আয়ুষ্মান যোগ চলবে সন্ধ্যা ৭ টা ১৬ মিনিট থেকে ৮ টা ৫৩ মিনিট পর্যন্ত। আয়ুষ্মান যোগে ভাইফোঁটা নিলে ভাই অথবা দাদা দীর্ঘজীবন লাভ করেন এমনটাই কথিত হয়েছে।