কলকাতা: সাপকে (Snake) সবাই ভয় পায়। আসলে ব্যাপারটা কিন্তু একদম উল্টো। আদতে একটি নিরীহ এবং ভীতু প্রাণী। সে সবকিছুকেই ভয় পায়। আর এই কারণেই সামান্য স্পর্শেই আত্মরক্ষার জন্য ছোবল মারে। সারা বিশ্বে কয়েক হাজার প্রজাতির সাপ আছে। বিশ্বের (World) প্রায় সব দেশেই সাপ পাওয়া যায়। কিন্তু এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও সাপ পাওয়া যায় না। দেশটির নাম আয়ারল্যান্ড।
সাপ না থাকার কারণ?
আয়ারল্যান্ডে সাপ না থাকার কারণটি পৌরাণিক। কথায় আছে, আয়ারল্যান্ডে খ্রিস্টান ধর্মের সুরক্ষার জন্য সেন্ট প্যাট্রিক নামে এক ধর্মগুরু সারা দেশের সাপকে একসঙ্গে জড়ো করেছিলেন এবং তারপর তাদের দ্বীপ থেকে সরিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। এই কাজটি করতে তাঁর সময় লেগেছিল চল্লিশ দিন, এবং সেই চল্লিশ দিন তিনি উপোস করে ছিলেন।
আরও পড়ুন: Talk on Facts | একটা সময় কেমন দেখতে ছিল ট্রেনের টাইমটেবিল? জানুন
বিজ্ঞানীদের দাবি, এ দেশে কখনও সাপ ছিল না। জীবাশ্ম রেকর্ড বিভাগে আয়ারল্যান্ড দেশে সাপের কোনও রেকর্ড নেই। আয়ারল্যান্ডে সাপের অনুপস্থিতি নিয়ে আরেকটি গল্প আছে।
বিশ্বের প্রাচীনতম বার
জানলে অবাক হবেন যে, ১২৮০০ খ্রিস্টপূর্বাব্দেও আয়ারল্যান্ডে মানুষের অস্থিত্ব ছিল। এখানে রয়েছে বিশ্বের প্রাচীনতম বার। প্রায় ৯০০ বছর আগে সেই বার খোলা হয়েছিল। প্রাচীনতম এই বারটি আজও চালু রয়েছে। এর নাম শন’স্ বার।