কিভ: জীবন বিপন্ন করে খবর খুঁজে আনতে হয় অনেক সময় সাংবাদিকদের। সেই খবর খোঁজার নিষ্ঠায় জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে এগিয়ে যান অনেকে। তাতেই অনেক সময় মর্মান্তিক পরিণতি হয়। এবার এএফপির সাংবাদিক আর্মান সোলডিন (Arman Soldin) পূর্ব ইউক্রেনে (Ukraine) রকেট হানায় প্রাণ হারালেন। এএফপির ভিডিও কোঅর্ডিনেটর আর্মানের চেসিভ ইয়ারের কাছে মৃত্যু হয়েছে মঙ্গলবার। বাখমুতের কাছে শহরের বাইরের দিকে বিকেল সাড়ে ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। ইউক্রেনের সেনার একটি গ্রুপের সঙ্গে তাঁরা সেসময় ছিলেন। যেখানে তিনি ঘুমাচ্চিলেন তাঁর কাছেই একটি রকেট হানা হয়। তবে টিমের বাকিরা আহন হননি। এএফপি চেয়ারম্যান ফ্যাব্রিস ফ্রায়েস বলেন, ওই সংবাদসংস্থা এই ঘটনায় মর্মাহত। তাঁর মৃত্যু বুঝিয়ে দেয় কীভাবে ইউক্রেনে জীবন হাতে করে যুদ্ধক্ষেত্রে সাংবাদিকতা করতে হচ্ছে।
তিনি ফ্রান্সের নাগরিক। জন্মেছিলেন সারাজেভোতে। ২০১৫ সালে ইন্টার্ন হিসেবে রোম ব্যুরোতে কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে লন্ডন চলে যান। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর সময় এএফপির প্রথম টিমেই তিনি ছিলেন। সোলডিন গত সেপ্টেম্বর মাস থেকে একটানা ইউক্রেনে রয়েছে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ কভারেজে নিয়মিত যাতায়াত করতেন। সোলডিনকে নিয়ে ইউক্রেনে যুদ্ধক্ষেত্র কভারেজে সংবাদমাধ্যমের ১১ জনের মৃত্যু হল। এমনই তথ্য জানিয়েছে রিপোর্টারস উইদাউট বর্ডারস ও কমিটি ফর দ্য প্রোটেকশন অফ জার্নালিস্টস। আর্মানের ভালো কাজ আমাদের গর্বিত করেছে বলে জানালেন সংস্থার গ্লোবাল নিউজ ডিরেক্টর ফিল চেটউইন্ড।তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। তাঁর মৃত্যু বুঝিয়ে দিচ্ছে কতটা ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এএফপির ইউরোপ ডিরেক্টর ক্রিস্টাইন বুহেগিয়ার জানান, তিনি সোলডিনকে সাহসী, উদ্দমী, প্রাণশক্তিতে ভরপুর হিসেবে মনে রাখবেন। মাটিতে পা রেখে রিপোর্টিং করতেন। খুব কঠিন পরিস্থিতিতেও সাংবাদিকতা করতে সবসময় প্রস্তুত থাকত। কাজের প্রতি আত্মনিবেদিত ছিল।
এদিকে সম্প্রতি চূড়ান্ত জয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের কর্মসূচিতে তিনি এমনটাই মন্তব্য করেন। ইউক্রেন (Ukraine) যুদ্ধে রুশ ফৌজের বিপুল ক্ষয়ক্ষতি হওয়ায় সে দেশের যুবকদের সেনায় যোগদানে উৎসাহ তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সেনায় যোগদান বাধ্যতামূলক করেছে পুতিন সরকার। তিনি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের ‘জাতীর নায়ক’ বলে চিহ্নিত করেন।