কলকাতা: কেবল ইংরেজি মাধ্যমের (English Medium) পড়ুয়ারাই লরেটো কলেজে (Loreto College) স্নাতক স্তরে ভর্তি হতে পারবে। এই বিজ্ঞপ্তি জারি করে রীতিমতো বিতর্কের জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল লরেটো কলেজ কর্তৃপক্ষকে । সংবাদ মাধ্যমে সম্প্রচার ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) চাপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে লরেটো কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল যে তারা অনুতপ্ত। ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা সহ অন্য ভাষাভাষীর পড়ুয়ারা ভর্তি হতে পারবেন বলে মৌখিক জানিয়েছিলেন তারা। এবার সেই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল লরেটো কর্তৃপক্ষ। আজ, বুধবার অর্থাৎ ৫ জুলাই থেকে ৮ই জুলাই রাত ৮ টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে কলেজের ওয়েবসাইটে (Website)। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে লরেটো কর্তৃপক্ষ।
এর আগে প্রকাশিত বিজ্ঞপিতে কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়, সম্প্রতি ভর্তি নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। এর জন্য লরেটো কলেজ, কলকাতা, বাংলার জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছে। আমাদের প্রতিষ্ঠান ১০০ বছরেরও বেশি সময়ই ধরে সেবা এবং সর্বাত্মক শিক্ষার সমৃদ্ধ করে এসেছি। আগামী দিনেও বাংলার সেবা করার জন্য আমরা নিজেদেরকে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ করি।উল্লেখ্য, ভর্তি (Admission) সংক্রান্ত বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। শুধুমাত্র ইংরেজি মাধ্যমের (English Medium) পড়ুয়াদের ভর্তি হতে পারবেন কলেজে। কোনও বাংলা মাধ্যমের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি হয়েছিল লরেটো কলেজের তরফে। জারি হওয়া সেই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয় বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হয়। ওই বিজ্ঞপ্তি আসলে বাংলার অপমান। বাংলা মাধ্যমের পড়ুয়ারা যদি লরেটো কলেজে ভর্তি হতে না পারে তাহলে কলেজ বন্ধ করে দেওয়া হোক, বাতিল হোক অনুমোদন, দাবি তুলেছিল বাংলা পক্ষ।
আরও পড়ুন: Saayoni Ghosh | সায়নীর গরহাজিরা, আইনি পরামর্শ নিচ্ছে ইডি
এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভরতি সংক্রান্ত নিয়মে এমন কিছুই নেই। শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) বলেন, আগেও ওই কলেজ কর্তৃপক্ষ এমন বিজ্ঞপ্তি দিয়েছিল কি না জানি না! কিন্তু যদি এমন হয় তাহলে তা মোটেও কাম্য নয়। যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, তার মাতৃভাষা বাংলা। তাহলে এমন কেন হবে!