কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে আরও তৎপর রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। একাধিক জেলার বেশ কয়েকজন বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কমিশন। কমিশন সূত্রের খবর, ভাঙড়, মিনাখাঁর বিডিওকে শোকজ করা হতে পারে। বিরোধীদের তরফে এই বিডিওদের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। তা নিয়ে বেশ কয়েকটি মামলা হয়। আদালত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে।
এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে ফোন রাজ্য নির্বাচন কমিশনের। আদালতের শুনানির পর স্বরাষ্ট্র মন্ত্রককে ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে বুধবার ফোন করেন কমিশনার। এদিনই আদালতে কেন্দ্রের আইনজীবী অভিযোগ করেন, বাহিনী নিয়ে কমিশন কেন্দ্রকে কিছুই জানাচ্ছে না। তাদের পরিকল্পনা জানানো হচ্ছেনা। কমিশনের আইনজীবী অবশ্য তা মানতে রাজি নন। বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কমিশন রাতে জানায়, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ফোর্স কোঅর্ডিনেটর আই জি আর্মড পুলিশ রাজেশ যাদব।
এরই মধ্যে এদিন কেন্দ্রীয় বাহিনীর লজিস্টিক সাপোর্ট নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে সব রকম সহযোগিতা করতে হবে। থাকার জন্য ভালো ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় বাহিনীর। লজিস্টিক সাপোর্ট নিয়ে যাতে কোনরকম অভিযোগ না আসে সেটা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর কোথায় কোথায় থাকার ব্যবস্থা করা হচ্ছে তার তালিকা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এসপিদের কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। এদিন সন্ধ্যা ছটা থেকে প্রায় পঁচিশ মিনিট ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব লজিস্টিক সাপোর্ট নিয়ে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে।