পুরুলিয়া: সকাল থেকে শাসক দলের এজেন্ট অনুপস্থিতর অভিযোগ উঠল পুরুলিয়ার (Purilia) আর্শা ব্লকের লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। জানা গিয়েছে, পরে শাসকদলের তরফে ১ জন এজেন্টকে বসিয়ে দেওয়া হয়। হেসলা গ্রাম পঞ্চায়েতের ২৩৯/৬৭নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ২০৯। গ্রাম পঞ্চায়েতে ২ জন, পঞ্চায়েত সমিতিতে ৭ জন এবং জেলা পরিষদের ৯ জন প্রার্থী রয়েছেন। এই বুথের মোট ভোটার ১২০০ মধ্যে ৯০০ ভোটার কুড়মি সম্প্রদায়ের। শুধু শাসক দলই নয়, সব রাজনৈতিক দলের প্রার্থী দিলেও শাসকদল ছাড়া কোনও এজেন্টকে দেখা যায়নি এদিন।
সকাল ৭টা থেকে ভোটদান শুরু হলেও, শাসকদলের এজেণ্টকে ১০টা পর্যন্ত না দেখতে পাওয়ায় উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। নির্দল প্রার্থী সচিদাননন্দ মাহাতো জানান, গ্রামের সবাই ভোটে লড়ার প্রস্তুতি নিয়েছি। শাসক দলের কোনও প্রার্থী না পেয়ে, পাশের গ্রাম থেকে প্রার্থী নিয়ে পুলিশের সাহায্যে দার করিয়েছে। আর্শা থানার পুলিশ এসে লাঠি চার্জ শুরু করে বলেও তিনি জানান।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Jhargram | বঞ্চনার অভিযোগ তুলে ভোট বয়কট ঝাড়গ্রামে
পুরুলিয়ায় রয়েছে মোট ২০টি ব্লক। জেলার ২৪০৫ গুলি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে। এর মধ্যে পুরুলিয়া জেলায় রয়েছে ২৫৩টি স্পর্শ কাতর বুথ। জেলার মোট ভোটার সংখ্যা ২১ লক্ষ ৯৮ হাজার ৫৭৬ জন। তার মধ্যে থেকে মহিলা ভোটার সংখ্যা ১১ লক্ষ ১৪ হাজার ৭ জন। পুরুষ ভোটার সংখ্যা ১০ লক্ষ ৮৪ হাজার ৫৪৭ জন। ট্রান্সজেন্ডার ভোটার সংখ্যা ২২ জন। জেলার মোট ২০টি ব্লকে ২০টি ডিসিআরসি সেন্টার করা হয়েছে। মোট ৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পুরুলিয়া জেলায়। এছাড়াও থাকছে রাজ্য পুলিশ।