নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার মুম্বইয়ে মোদি-বিরোধী জোটের বৈঠকে বিজেপি সরকারকে উৎখাত করার কৌশল ঠিক হতে চলেছে। তার আগে আন্তর্জাতিক একটি সংস্থার জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রতি ১০ জন ভারতীয় ভোটারের মধ্যে ৮ জনই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকেই পছন্দ করেছেন। দেশের প্রায় ৫৫ শতাংশ ভোটারের ‘খুব পছন্দের’ তালিকায় রয়েছেন মোদি। অন্যদিকে, এক-পঞ্চমাংশ ভোটারের মোদিকে আর প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ নয়। প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে মোটামুটি পছন্দ ২৪ শতাংশের।
আমেরিকার পিউ রিসার্চ সেন্টার এই জনমত সমীক্ষা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ১০ জনের মধ্যে ৬ জন ভারতীয়ের প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধী। ৩৪ শতাংশের নাপসন্দ রাহুল। গত ২৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সমীক্ষা চালানো হয়। প্রসঙ্গত, সমীক্ষা শুরুর পর ২৭ মার্চ রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ হয়েছিল। তারপর অবশ্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে তিনি ফের এমপি পদ ফিরে পেয়েছেন।
আরও পড়ুন: যৌথ উদ্যোগে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, প্রস্তাব পাশ কংগ্রেসে
উল্লেখ্য, নয়াদিল্লিতে আগামী মাসের গোড়াতেই বসতে চলেছে জি ২০ সম্মেলন। সেখানে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা আসছেন। অন্যদিকে, তার ঠিক আগে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে নিজেদের ভূখণ্ড বলে মানচিত্র প্রকাশ করেছে বেজিং। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে দেশের মানুষ কী মনে করেন? কী তাঁদের ধারণা? প্রতি ১০ জন ভারতীয়ের মধ্যে ৭ জনেরই বিশ্বাস বিজেপির আমলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ অনেক শক্তিশালী হয়েছে। ১৯ শতাংশ মনে করেন দুর্বল হয়েছে। আর ১৩ শতাংশ বলেছেন, কিছুই বদল ঘটেনি।
কেন্দ্রের শাসক দল বিজেপির জোট এনডিএ-র সঙ্গে জড়িতরা মনে করেন বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব বেড়েছে। এই পরিমাণটা ৭৭ শতাংশ। অন্যদিকে, এনডিএ বিরোধী ৬০ শতাংশের দাবি প্রভাব কমেছে। বিশ্বমঞ্চে ভারত শক্তিশালী হয়েছে বলে মনে করেন ৭১ শতাংশ পুরুষ অন্যদিকে ৬৫ শতাংশ মহিলা এই মতের পক্ষে।