কলকাতায়: কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২৬ জুলাই চোখের (Eye) চিকিৎসার (Treatment) জন্য আমেরিকায় (US) গিয়েছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় শহরে ফেরেন তিনি। চোখের চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকায় গিয়েছিলেন। এদিন কন্যার হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় তাঁকে। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে দেখা গিয়েছে ফেসবুকে অভিষেকের ছবি দিয়ে লিখেছেন ফেরা। স্বাগত।
জানা গিয়েছে, আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয় গত আট অগাস্ট। উল্লেখ্য, সেখানেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছয় মাস পরে সেখানে তাঁকে যেতে হতে পারে পরীক্ষা করানোর জন্য। এদিন সংবাদমাধ্যমের উদ্দেশ্যে হাত নাড়লেও কোনও কথা বলেননি তিনি। যাদবপুর সহ একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি তিনি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে টাকি ও বাদুড়িয়া পুরসভার তথ্য চাইল ইডি
এদিকে বিদেশ যাওয়ার আগেই ২১ জুলাইয়ের সমাবেশ থেকে দুটি বড় কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক। তার মধ্যে একটি হল, পাঁচ অগাস্ট রাজ্যে কর্মসূচি ছাড়াও ২ অক্টোবর দিল্লিতে কৃষি ভবন ঘেরাও অভিযান। এখন অভিষেক ফিরে আসার পরে তৃণমূল নেতৃত্ব দিল্লির কর্মসূচির প্রস্তুতিতে নজর দেবে বলে জানিয়েছিল। একশো দিনের কাজের টাকা সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে কৃষি ভবনের বাইরে ধরনা কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক। স্বাভাবিকভাবেই এবার সেই কর্মসূচির প্রস্তুতি নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।