কলকাতা: রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লা পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা না দেওয়ায় পরোয়ানা জারি করা হয়েছে খবর। কয়লা পাচার মামলায় এখনও একবারও হাজিরা দেননি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
ইডি সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিষেকের স্ত্রীর নামে। গত ২১ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করে ইডি। যদিও তার আগেই দিল্লি হাইকোর্টে সমনের বিরুদ্ধে আবেদন জানান অভিষেক-রুজিরা। যদিও হাইকোর্ট এই মামলার কোনও রকম হস্তক্ষেপ করেনি। মার্চের শুরুতে অবশ্য দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করে ইডি।
ইডির আদালতে বলে, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেকারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হোক। রুজিরার আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। সেই মামলার শুনানি এখনও হয়নি। যদিও ইডির আইনজীবী জানিয়ে দেন, ওই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। এর পরই রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।