কলকাতা: ভোটে হেরে বিজেপির গাত্রদাহ হয়েছে বলে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ED)। রবিবার দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার ইডির ডাকে তাঁর হাজিরা দেওয়ার কথা। তার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপির (BJP) বিরুদ্ধে একরাশ চক্রান্তের অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, ইডি (Enforecement Directorate) তলব করেছে। আগেও হাজিরা দিয়েছি। আগামিকালও দেব। লড়াই চলছে, চলবে, শেষ দেখে ছাড়ব।
কয়লা কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য ইডি দিল্লি ডেকে পাঠায় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামিকাল, সোমবার অভিষেকের হাজিরা দেওয়ার কথা। ঠিক তার পরদিন, মঙ্গলবার হাজিরা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে অভিষেক বলেন, সিবিআই ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে। আমি লড়াই করব। মাথা উঁচু করে লড়ে যাব। সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। দরকার হলে আমি সুপ্রিম কোর্টে আবেদন করব।
বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, বিধানসভা ভোটে আত্মসমর্পণ করিনি। মাথা উঁচু করে লড়াই করেছি। মানুষের ভোটে জিতেছিলাম। লড়াই করে জয় পেয়েছিলাম। মাথা নিচু করতে হলে মানুষের কাছে করব। তাঁর মন্তব্য, এর আগেও ইডি ডেকেছিল। ১০ ঘণ্টা জেরা করেছিল। সব প্রশ্নের উত্তর দিয়েছি। বারবার কলকাতা বদলে দিল্লিতে ডেকে হয়রান করা হচ্ছে। অভিষেকের কথায়, কলকাতায় ডাকলে দরকারে রোজ যেতাম। কিন্তু এভাবে রাজ্যের একাধিক কাজ ফেলে দিল্লি যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। এই সুযোগটাই নিচ্ছে বিজেপি।
আরও পড়ুন: Bratya Basu: বাংলাকে কালিমালিপ্ত করতে অভিষেককে ইডির তলব: ব্রাত্য
অভিষেক জানান, দিনচারেক আগে চোখে অপারেশন হয়েছে। সেই নিয়েই তিনি যাচ্ছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, মাথা উচু করে বাঁচতে জানি। কোনও কিছুর বিরুদ্ধেই মাথা নোয়াব না। আর সেই জন্যই এই লড়াই। আমি দেড় বছর আগে যা বলেছিলাম, আজও তাই বলছি। আমার বিরুদ্ধে কোনও রকম টাকা নেওয়ার যদি প্রমাণ দিতে পারেন, তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।