কলকাতা: বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলবি (ED Summoned) নোটিস পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সেই মতো সকাল ১১টা ৩৫ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ইডি সূত্রে খবর, সুজকৃষ্ণ ও তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতে প্রশ্নমালা তৈরি করা হয়েছে অভিষেকের জন্য। লিপ্স অ্যান্ড বাউন্ডসের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল, সে বিষয়ও জানতে চাইবেন তদন্তকারীরা।
এদিকে আজ আবার দিল্লিতেই বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। অভিষেক সেই কমিটির অন্যতম সদস্য। বুধবার হাজিরা দেওয়ার তলবি নোটিস পাওয়ার পরই তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ তোলে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিয়ে অভিষেকের ইডি দফতরে হাজিরা দেওয়া, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: স্ত্রী কন্যাকে কুপিয়ে খুন করে স্বামীর আত্মসমর্পণ