কলকাতা: মে মাসেই তৃণমূল (TMC) নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে বৈঠক করে গিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arbind Kejriwal)। আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনে জোটবদ্ধ লড়াইয়ের। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর কৌতূহল ছিল, বাংলায় খাতা খুলতে আগ্রহী আম আদমি পার্টি পঞ্চায়েত ভোটে লড়বে কি না, তা নিয়ে। শুক্রবার কেজরিওয়ালের দল জানিয়ে দিল, ভবিষ্যতের দিকে তাকিয়েই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে প্রার্থী দেবে না তারা।
এই মুহূর্তে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা দেখা দিয়েছে। এই জোটের লক্ষ্যেই আগামী ২৩ জুন পাটনায় সমস্ত বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের মেগা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকে কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, এনসিপির শরদ পাওয়ার, ডিএমকের এম কে স্ট্যালিন, জেডিইউয়ের নীতীশ কুমার, আরজেডির তেজস্বী যাদব সহ তাবড় বিরোধী নেতার থাকার কথা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | কেন্দ্রীয় বাহিনী নয়, জানিয়ে দিলেন নির্বাচন কমিশন
ওই বৈঠকের জন্য মূল উদ্যোগ নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, মমতার পরামর্শেই মেগা বৈঠকের স্থান হিসেবে পাটনাকে বেছে নেওয়া হয়েছে। মমতা অনেক দিন ধরেই লোকসভা ভোটে বিরোধীদের একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কথা বলে আসছেন। তাঁর সূত্র হচ্ছে, যে রাজ্যে যে দল শক্তিশালী, লোকসভা ভোটে সেই রাজ্যে সেই দলকে অগ্রাধিকার দিতে হবে। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালেরও ফরমুলা তাই। তিনিও চান, যে রাজ্য যে দল শক্তিশালী, সেই রাজ্যে সেই দলকে অনেক এগিয়ে রাখতে হবে।
এরই মধ্যে বিরোধীদের এক করার ক্ষেত্রে কেজরিওয়ালকে মস্ত সুযোগ এনে দিয়েছে কেন্দ্রীয় সরকারে্র একটি অডিন্যান্স। দিল্লির আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের গত আট বছর ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দেয়, আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিল্লির নির্বাচিত সরকারের হাতেই থাকবে। শীর্ষ আদালতের সেই নির্দেশ উপেক্ষা করেই আমলা নিয়ন্ত্রণের ক্ষমতা দিল্লির লেফটেন্যান্ট জেনারেলের হাতে রাখার জন্য কেন্দ্র অর্ডিন্যান্স আনে। সেই অর্ডিন্যান্সের বিরোধিতা করার জন্য কেজরিওয়াল রাজ্যে রাজ্যে ঘুরে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলছেন। সেই সূত্রেই গত মাসে কেজরিওয়াল কলকাতায় এসেছিলেন মমতার সঙ্গে বৈঠক করতে। মমতা আপের পাশে থাকার বার্তা দিয়েছেন।
এর আগে আম আদমি পার্টি বাংলায় সংগঠন করার জন্য উদ্যোগ নেয়। মমতা সরকারের শিক্ষা ও স্বাস্থ্য নীতির বিরুদ্ধে আপের রাজ্য শাখা বেশ কিছু কর্মসূচিও নিয়েছিল। তারা পঞ্চায়েত ভোটে লড়বে বলেও ঠিক করেছিল। কিন্তু জোট রাজনীতির বাধ্যবাধকতাকে সামনে রেখে আপ পঞ্চায়েত ভোটে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, আম আদমি পার্টির সে কথা তৃণমূলকে জানিয়েও দিয়েছে।