আজ আবারও নতুন নতুন ফ্যাক্ট আর তথ্য নিয়ে টক অন ফ্যাক্টসের (Talk on Facts) নতুন পর্ব (New Episode)। ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস। তবে আজকে তথ্য জানানোর আগে আপনাদের ধন্যবাদ জানাতেই হবে। কারণ, প্রথম দিনের শো-তে আপনারা যেভাবে ফিডব্যাক (Feedback) দিয়েছেন তা আমাদের কাছে পরম পাওয়া। তবে একটু অভিমানও হয়েছে, আপনার দেখেছেন, শেয়ার (Share) করেছেন কিন্তু কমেন্ট (Comment) খুব অল্প পেয়েছি। তাই কমেন্ট করে আপনারা যদি না বলেন, কোন বিষয়ের ওপর আপনারা জানতে চান, তাহলে কীভাবে হবে বলুন তো!!!!
কারণ, একমাত্র কলকাতা টিভিই (Kolkata Tv) আপনাদের সামনে এরকম একটা শো এনেছে, যেখানে আমি এবং আপনারা কথা বলে এই শো-কে এগিয়ে নিয়ে যাব।
কী তাহলে আজকের শো-তে কমেন্ট পাব তো ???????
বেশ তাহলে আজকের টপিকগুলো ভিডিয়োতে দেখে নিন-