কলকাতা: হেদুয়ায় আচমকাই ভেঙ্গে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। ঘটনায় উদ্বেগ ছড়ায়। সেসময় সেখান দিয়ে কোনও লোক যাতায়াত না করায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই বাড়িটি আচমকা ভেঙে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
বাড়ি ভেঙ্গে পড়ার পর খবর দেওয়ায় পুরসভায়। দমকল, পুরসভা ও পুলিশকে জানানো হয়। পরে পুরসভার তরফে উদ্যোগ নিয়ে বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হয়। সেসময় ওই রাস্তা বন্ধ করে রেখেছিল পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়িটি অনেক দিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। শরিকি বিবাদ চলায় এই বাড়ি ভেঙ্গে ফেলা যায়নি। বৃহস্পতিবার সকাল সাতটা ৪০ মিনিট নাগাদ একটি অংশ হুড়মুড় করে ভেঙ্গে পড়ে।
আরও পড়ুন: ডিএসপির পাঁচিল-পুজো ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে
এদিকে প্রশ্ন উঠছে, বাড়ি ভেঙ্গে পড়ার পর বাকি বিপজ্জনক অংশ ভেঙ্গে ফেলতে তৎপর হয়েছে পুরসভা। আগে থেকে তারা কোনও ব্যবস্থা নেয় না কেন? এই বিষয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, বাড়িটিতে শরিকি বিবাদ থাকায় কিছু করা যায়নি। কারণ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। স্বাভাবিকভাবেই কিছু করা যায়নি।