নয়াদিল্লি: রাজস্থানে কংগ্রেস ‘ঐক্যবদ্ধ’ লড়াইয়ের শপথ নিল। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বেই আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে কংগ্রেস। রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে রাজস্থানের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এদিন জরুরি বৈঠক চলে দীর্ঘক্ষণ ধরে। আলোচনা শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফেসবুক পোস্টে বলেন, খাড়্গের পৌরোহিত্যে তিনি রাজস্থান কংগ্রেস নেতাদের সঙ্গে এক বৈঠক করেন। রাজস্থানে ফের কংগ্রেস সরকার গঠন করবে বলে দাবি করেন রাহুল।
বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন খাড়্গে, রাহুল, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, কেসি বেণুগোপাল, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুখজিন্দর রণধাওয়া প্রমুখ। সেখানে শচীন পাইলট বলেন, আমাদের একটাই গোষ্ঠী। আর তা হল রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের গোষ্ঠী। দলের শীর্ষ নেতৃত্ব গেহলট সরকারের কাজে খুশি বলে সূত্রে জানা গিয়েছে। রাজ্যের নেতারা জানিয়ে দেন, হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেওয়া হবে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Central Force | রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বৈঠকের পর কেসি বেণুগোপাল বলেন, রাজস্থানের ২৯ জন নেতা এদিন উপস্থিত ছিলেন। কংগ্রেস রাজস্থানে জেতার অবস্থায় রয়েছে। যদি দল ঐক্যবদ্ধ থাকে। এই অবস্থায় সব নেতা একজোট হয়ে লড়াইয়ের বিষয়ে একমত হয়েছেন। ভোটে যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান বেণুগোপাল।
তিনি আরও বলেন, সকলকে শৃঙ্খলা মেনে চলতে হবে। যদি কোনও ক্ষোভ-বিক্ষোভ থাকে, তাহলে দলের ভিতরেই তা আলোচনা করতে হবে। প্রকাশ্যে সমালোচনা বা দলীয় রাজনীতি নিয়ে বাইরে কথা বলা চলবে না। যদি কেউ তা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খাড়্গে এক টুইটে লিখেছেন, রাজস্থানের মানুষ চাইছেন কংগ্রেস ফিরে আসুক। এই রাজ্য কংগ্রেসের হাতেই নিরাপদ। এবার ইতিহাস বদলে যাবে।