কলকাতা : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো-সহ একঝাঁক কংগ্রেস নেতা । দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন ফালেইরো । তৃণমূলে সদস্য করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি ।
Along with them, Sahitya Akademi Award winner and famous poet Shivdas Sonu Naik, South Goa Advocates Association President Antonio Monteiro Clovis Da Costa & Shri Rajendra Shivaji Kakodkar are also joining Trinamool Congress today.
I welcome all of them to our family! (3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) September 29, 2021
প্রায় চল্লিশ বছর কংগ্রেসে ছিলেন ফেলেইরো ৷ গোয়ায় দু’বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি ৷ গোয়ার কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন ৷ ৭০ বছর বয়সি ফালেইরো সোমবার বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি কংগ্রেসও ছাড়েন ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতারা। নিজস্ব চিত্র।
ফেলেইরোর যোগদানের পর দলের তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র সৌগত রায় জানান, আজ দশ জন যোগ দিয়েছেন । আগামিকাল আরও অনেকে যোগ দেবেন ।