কোস্টারিকা: পুরোও পৃথিবী (World) রহস্যে মোড়া। মহাকাশ থেকে মহাসাগর, কোথায় কী রয়েছে তা জানতে মানুষ বরাবরই উৎসাহী। এদিকে দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। কোস্টারিকায় (Costa Rica) সমুদ্রের গভীরে অজানা আগ্নেয়গিরি নিয়েও চলছে জোরদার গবেষণা। কোস্টারিকায় সমুদ্রের নীচে অক্টোপাসের নার্সারির সন্ধান মিলেছে। এই গবেষোনা করার সময় বিজ্ঞানীরা অক্টোপাসের নার্সারিতে ডিম দেখতে পেয়েছেন বলে জানা গিয়েছে।
এতদিন পর্যন্ত কোস্টারিকা উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠদেশ থেক প্রায় ২ মাইল (৩.২ কিলোমিটার) নীচে তাদের ঠিকানার কথা অজানা ছিল। সম্প্রতি সমুদ্র বিজ্ঞানীরা এই অংশে অক্টোপাসের সেই অজানা সংসারে হদিশ পেয়েছেন। ডিম তা দেওয়ার জন্য গভীর সমুদ্রের অক্টোপাসে বেশ কিছু প্রজাতির সমুদ্রের তলায় সংসার পাতে। প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে একটি অক্টোপাস নার্সারি খুঁজে পেয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। এই প্রজননস্থলকে ‘অক্টোপাস নার্সারি’ নাম দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Netherlands | Mobile Phones | ক্লাসরুমে নিষিদ্ধ মোবাইল, বড় ঘোষণা ডাচ সরকারের
গত মাসে তিন সপ্তাহের জন্য সমুদ্র অভিযানে বেরিয়েছিলেন ২০ জন বিজ্ঞানীর একটি দল। আর সেই অভিযানের সময় প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পান সমুদ্রবিজ্ঞানীরা।
অলাভজনক প্রতিষ্ঠান স্মিট ওশান ইনস্টিটিউটের গবেষণা যান ফ্যালকর-এ চেপে সমুদ্রের গভীরে গিয়েছিলেন বিজ্ঞানীরা। যাত্রাপথে তারা ডোরাডো আউটক্রপ নামে একটি বিশেষ পাথুরে স্থান দেখতে পান। ২০১৩ সালে ওই জায়গায় বিজ্ঞানীরা অক্টোপাসের ডিম দেখেছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে সমুদ্র অভিযানের সময় বিজ্ঞানীরা ডোরাডো আউটক্রপ নামের একটি শিলাগঠন খুঁজে পান। যেখানে ডিম পারার জন্য অক্টোপাস মায়েদের জড়ো হতে দেখা গিয়েছিল। তবে সেই সময় এই নার্সারিটি কার্যকর ছিল কিনা তা পরিষ্কার নয়।