হুগলি: ৮ মাসের শিশুর কান্না থামাতে মুখের মধ্যে চোলাই মদ ঢেলে দেয় বাবা! এবং সেই কাজে তাঁকে সাহায্য করে শিশুটির ঠাকুদা। হুগলির পান্ডুয়াএ এই ঘটনায় ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতেই ওই দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। এদিকে তড়িঘড়ি করে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের তৎপরতায় সুস্থ হয় সে।
পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার আইচনগর গ্রামের বাসিন্দা সন্ন্যাসী বাস ও তাঁর বাবা বালক বাগ। তাঁদের বিরুদ্ধেই শিশুর মুখে জোর করে চোলাই মদ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। শিশুটির মা বুলু বাগ। তিনিই পুলিশ কাছে অভিযোগ দায়ের করে বলেন, তাঁর স্বামী ও শ্বশুর সুরাসক্ত। মদ্যপানের প্রতিবাদ করায় তাঁকে মারধর করে জোর করতে বাড়ি থেকে বের করে দেন স্বামী সন্ন্যাসী বাগ। কিন্তু সঙ্গে তাঁর ৮ মাসের শিশুটিকে আনতে দেননি। ফলত ছেলের চিন্তায় ঘরের বাইরেই অপেক্ষা করছিলেন তিনি। ওদিকে কিছুক্ষণ পর শিশুটির ক্ষিদে পাওয়ায় সে কান্না শুরু করে। মত্ত সন্ন্যাসী বাগ কিছুতেই কান্না থামাতে পারছিল না। তখনি অধৈর্য হয়ে ছেলের গলায় চোলাই ঢেলে দেন তিনি। আর তাঁকে এই কাজে সাহায্য করেন বাবা বালক বাগ। এদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চিৎকার শুরু করে দেন বুলুদেবী।
আরও পড়ুন: নিউটাউনে তৃণমূলের দোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সদস্য সহ অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। শিশুটির মুখের চোলাই মদ ঢেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে সে। প্রতিবেশীদের সহায্যে বাড়ির দরজা ভেঙে বুলুদেবী তাঁর সন্তানকে উদ্ধার করে সঙ্গে তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে সুস্থ হয় শিশুটি। এরপর পান্ডুয়া থানায় গিয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ছেলেকে চোলাই খাইয়ে দেওয়ার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে সন্ন্যাসী বাগ ও বালক বাগকে গ্রেফতার করে কাটোয়া আদালতে পেশ করে পুলিশ। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।