টেক্সাস: রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল আমেরিকার (America) টেক্সাস। গত শনিবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল টেক্সাস। এদিনও একই জায়গায় ফের রক্ত ঝরল। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭ জনের। ঘটনার সময় বাসস্ট্যান্ডে প্রায় ২৫ জন দাঁড়িয়েছিলেন। তাঁদের অধিকাংশই অন্য দেশ থেকে আসা অভিবাসী। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। শনিবার এক দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে এক ৫ বছরের শিশুও। এর মধ্যে এক ভারতীয় যুবতীও (Indian girl) ছিলেন। তাঁরও মৃত্যু হয়েছে। সেদিন আহত হয়েছেন ১৬ জন। পুলিস জানিয়েছে, এদিনের ঘটনার সঙ্গে অভিবাসীদের প্রতি বিদ্বেষের কোনও সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন, দাঁড়িয়ে থাকা মানুষদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার আগে সেই চালক বিদ্বেষেমূলক অনেক মন্তব্য করেছিল। স্থানীয় সূত্রে খবর, রবিবার সেখানকার সময় অনুযায়ী সকাল ৮টা নাগাদ ওই চালক ট্রাফিক সিগন্যাল ভেঙে বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের উপর দিয়ে গাড়ি চলিয়ে দেন বিদ্বেষমূলক মন্তব্য করতে করতে। আর এক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই চালক ইচ্ছে করেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে দিয়েছে।
শনিবার ডালাসের উত্তরে অ্যালেন নামক ছোট্ট শহরে ‘অ্যালেন প্রিমিয়াম আউটলেট মল’-এ এই হামলা চালানো হয়। শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে জানান, মলের ভিতরে তাণ্ডব চালিয়ে বব্দুকবাজ যখন বাইরে আসে, তখন পুলিশের গুলিতে খতম হয় সে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।