আলাস্কা : রবিবার সকালে তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আলাস্কা (Alaska)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের(USGS) তরফে জানানো হয়েছে, রবিবার আলাস্কা উপদ্বীপ অঞ্চলে একটি বিশাল ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ট থেকে ৯.৩ কিলোমিটার বা ৫.৭৮ মাইল গভীরতা পর্যন্ত এর কম্পনের ব্যপ্তি ছিল। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে।
আলাস্কায় ভূমিকম্প কোনও নতুন ঘটনা নয়। প্রায়শই ছোট-বড় ভূমিকম্পের মোকাবিলা করতে হয় এই এলাকাকে। কারণ, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর অংশ হল আলাস্কা। এই রিং অব ফায়ারই পৃথিবীর সবথেকে ভূমিকম্প প্রবণ এলাকা এবং এই বলয়ে অনেকগুলি আগ্নেয়গিরি অবস্থিত। ১৯৬৪ সালের মার্চ মাসে, উত্তর আমেরিকায় সবথেকে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল আলাস্কায়। রিখটার স্কেলে তার মাত্রার ছিল ৯.২। সেই বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল অ্যাঙ্কোরেজ এলাকা। আর সেই ভূমিকম্প থেকে দন্ম নিয়েছিল এক বড় মাপের সুনামিও। আলাস্কা উপসাগর, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালিয়েছিল সেই সুনামি। সেই জোড়া বিপর্যয়ের বলি হয়েছিলেন প্রায় ২৫০ মানুষ।
আরও পড়ুন:Tomato Prices Slashed | টম্যাটোর দাম কমছে, ৮০ টাকায় বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের