কলকাতা : আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম। কলকাতায় এলপিজি গ্যাসের দাম বেড়ে হল ৯৭৬ টাকা। ১৪.২ কেজি গ্যাসের জন্য এখন থেকে দিতে হবে ৯৭৬ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৮ টাকা। ১৯ কেজি গ্যাসের জন্য দিতে হবে ২০৮৭ টাকা। সোমবার পর্যন্ত কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ছিল ৯২৬ টাকা। কিন্তু এখন থেকে রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত ৫০ টাকা বরাদ্দ করতে হবে বাজারের খরচ থেকে।
পাঁচ রাজ্যে নির্বাচনের জন্যই রান্নার গ্যাস এবং জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি আটকে রাখা হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞদের মতামত। পাঁচ রাজ্যের ভোট মিটতেই সরকার নতুন দাম লাগু করছে। রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলেরও। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্বাচনের ফলাফলের ঘোষণা হয়ে গিয়েছে। এবার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র। সেই আশঙ্কাই সত্যি হল। এই মূল্যবৃ্দ্ধির ফলে মধ্যবিত্তদের মধ্যে অনেকটাই প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। করোনার কারণে আয়ে অনেকের প্রভাব পড়েছে। রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: Coal Scam: সুপ্রিম কোর্টে লড়াই শুরু হল, দিল্লিতে ডেকে কেন হেনস্থা প্রশ্ন অভিষেকের
অন্যদিকে প্রায় এক মাস হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক পশ্চিমি দেশ। আমেরিকা সহ আরও অনেক দেশ রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে। ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব ভারতীয় বাজারে পড়ার আশঙ্কা আগে থেকেই ছিল। রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা ফলে মাথায় হাত মধ্যবিত্তদের।