নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের (G-20 Summit) আসর বসেছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের মতো বিশ্বের তাবড় নেতারা হাজির দেশে। এবারের সম্মেলনের থিম হল ‘এক বিশ্ব, এক পরিবার’। আফ্রিকান ইউনিয়নকে জি২০ এর নতুন স্থায়ী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হল। একটি নতুন বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণে উন্নয়নশীল দেশগুলিকে এগিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং বাণিজ্যের প্রসার ঘটাতে শনিবার এক বড় পদক্ষেপ নেওয়া হল। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডর চালু হল।
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডর স্থায়ী উন্নয়নের দিশা দেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি বলেন, আগামী দিনে এই করিডরটি ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অর্থনৈতিক জোটের একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে। মানব সভ্যতার বিকাশের মৌলিক ভিত্তি সংযোগ স্থাপন করবে। রাজনৈতিক মহলের মতে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। আরও দ্রুত বাণিজ্য হবে। প্রচুর বিনিয়োগ আসবে।
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডরের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। এটা সত্যিই একটা বড় চুক্তি।এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ।
আরও পড়ুন: একনজরে জি ২০-তে ডিনার মেনু দেখে নিন
বিস্তৃত রেল এবং শিপিং সংযোগ নেটওয়ার্ক মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব এবং উপসাগরীয় এবং আরব রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে সংযুক্ত করার ঘোষণা হয়েছে।’গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স’ চালু করলেন নরেন্দ্র মোদি। এর মধ্যে আছে ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইতালি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, আর্জেন্তিনা, ব্রাজিল এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ।
চিন ও রাশিয়ার সঙ্গে চুক্তি গৃহীত হল। এটি আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব, আন্তর্জাতিক মানবিক আইন এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষাকারী বহুপাক্ষিক ব্যবস্থা সহ আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য দেশগুলিকে আহ্বান জানিয়েছে।