ডোমকল: ফের ভোট সন্ত্রাসে রাজ্যে গুলিবিদ্ধ চারজন। মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ। সিপিএমের অভিযোগ, সোমবার বিকেলে তাদের মিছিলে হামলা চালায় তৃণমূল। তৃণূমূলের পাল্টা অভিযোগ, সিপিএমের লোকজন তাদের সমর্থকদের উপর গুলি চালায়। তাতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। জখম কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালেই ডোমকলে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেষ তাতে এক মহিলা জখম হন। তার রেশ কাটতে না কাটতেই বিকেলে ফের সংঘর্ষের ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রের খবর, ডোমকলের মাঝপাড়া হাট এলাকায় এদিন সিপিএময়ের সভা ছিল। সেই সভায় আসার পথে সিপিএম সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল। তাতে এক সিপিএম কর্মী জখম হন। এরপরই সিপিএম পাল্টা আক্রমণ করে মুহূর্তে বিপক্ষের মধ্যে গোলমাল শুরু হয়ে যায়। ,েই সংঘর্ষে বোমা গুলি চলে। তাতে জখম হন চার তৃণমূলকর্মী।
আগামিকাল বুধবার ডোমকলে রোড শো হওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। প্রশাসনের কর্তারা এবং শাসকদলের নেতা-কর্মীরা তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। এদিন ডোমকলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি নির্বাচনী সভা ছিল। সেই সভার পরই বিকেলে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ফিরহাদ বলেন, রাজ্যজুড়ে অরাজকতা চলছে। চারদিকে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। এক গভীর ষড়যন্ত্র চলছে। একটু আগেই ডোমকলে আমাদের চারকর্মীকে গুলি করা হয়েছে। ভাঙড়ে আমাদের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, একদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে তৃণমূলকে গুলি করা হচ্ছে।
আরও পড়িন: Panchayat Election 2023 | Central Force| কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন-কেন্দ্র পত্রযুদ্ধ
প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মুর্শিদাবাদে সিপিএম কংগ্রেস এক হয়ে আমাদের উপর সন্ত্রাস চালাচ্ছে। সিপিএমকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা এখন অকটু বাইরে বেরিয়েছ। বেশি বাড়াবাড়ি করলে আবার গর্তে ঢুকিয়ে দেব। সিপিএম সাংসদ এবং প্রবীণ আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ডোমকলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে গুলি চলেছে। সিপিএমের খেয়েদেয়ে কাজ নেই যে তৃণমূলকে গুলি করতে হবে।
মনোনয়ন পর্বের শুরু থেকেই মুর্শিদাবাদ জেলা রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত হয়ে ওঠে। যেদিন মনোনয়ন পেশ শুরু হয়, সেদিনই সন্ধ্যায় জেলার খড়গ্রামে ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী খুন হন। জখম হন তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য। জেলার রানিনগর, ডোমকল, হরিহরপাড়ায় প্রভৃতি এলাকায় গত কয়েকদিন ধরে নাগাড়ে গোলমাল চলছে। জেলার বিস্তীর্ণ এলাকায় নিত্যদিনই বোমা উদ্ধার হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, জেলায় প্রতিদিন তৃণমূল ভাঙছে, আর কংগ্রেস শক্তিশালী হচ্ছে। তাই তৃণমূল ভয় পেয়েছে। এদিন শিলিগুড়িতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, পঞ্চায়েত ভোটে যেখানেই অশান্তি হবে, সেখানেই আমি যাব। তিনি মু্র্শিদাবাদেও যাবেন বলে জানিয়েছেন। আবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি, ২৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।