রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির জোরালো তদন্তের জন্য সোমবার কলকাতায় আসছে সিবিআইয়ের ৪ জন জয়েন্ট ডিরেক্টর। এদিন কলকাতায় এসে তারা সিবিআইয়ের সদর দফতর সিজিও কমপ্লেক্সে জরুরী বৈঠক করবেন। বৈঠকের পর তারা যাবেন নবান্নে। সেখানে গিয়ে তারা রাজ্য পুলিশের কর্তাদের কাছ থেকে ভোট-পরবর্তী খুন এবং ধর্ষণ মামলার কেস ডায়েরি হাতে নেবেন। শনিবার সিবিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল সমর্থক
ভোট-পরবর্তী অশান্তিতে রাজ্যে খুন এবং ধর্ষণ মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশ পাওয়ার পরেই দিল্লিতে তৎপর হয়ে উঠেছে সিবিআইয়ের কেন্দ্রীয় গোয়েন্দারা। এরই মধ্যে তারা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করে তদন্তকারী অফিসারদের চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলেছে। সোমবার থেকে তদন্তের কাজ শুরু করতে চায় সিবিআই।
আরও পড়ুন : ভোট পরবর্তী খুনের ঘটনায় তদন্তে সিবিআই, নির্দেশ হাই কোর্টের
তদন্তের স্বার্থে এবং তদন্তের কাজ দ্রুত শেষ করার জন্য ৪টি জোন ভাগ করেছে সিবিআই। সেগুলি হল কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল। ৪টি জোনের তদন্তের দায়িত্বে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর। তদন্তের গতি প্রকৃতি প্রতিনিয়ত দিল্লিতে পাঠাবেন তারা। আগামী ৬ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট। সেই কারণে দ্রুততার সঙ্গে তদন্তের কাজ শেষ করতে চান সিবিআই কর্তারা। ভোট-পরবর্তী অশান্তিতে খুন এবং ধর্ষণ ছাড়া অন্যান্য ঘটনাগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার গঠন করা সিট। সিটের দায়িত্বে রয়েছেন আইপিএস কর্তা সৌমেন মিত্র, রণবীর কুমার এবং সুমন বালা সাহু। এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।