মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া সিপিএমের (CPM) গ্রাম পঞ্চায়েতের তিন প্রার্থী যোগ দিলেন তৃণমূলে (TMC)। মঙ্গলবার হরিহরপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে এক নির্বাচনী জনসভার আয়োজন করে তৃণমূল। ওই জনসভায় হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী সুদেশ মাল পাহাড়িয়া দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এছাড়া হরিহরপাড়া ব্লকের হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের দুই সিপিএম প্রার্থী আবদুর রউফ এবং উত্তম হালদার দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিহরপাড়া তৃণমূল বিধায়ক (MLA) নিয়ামত শেখ এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস। নির্বাচনের তিনদিন আগে ওই তিন সিপিএম প্রার্থীর যোগদানের ঘটনায় হইচই শুরু হয়েছে হরিহরপাড়ায়।
ওই তিনজনের মধ্যে দুজন প্রার্থীকে অপহরণ করে নিয়ে গিয়েছে তৃণমূল, এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করল সিপিএম। হরিহরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক ইনসার আলি বিশ্বাসের অভিযোগ, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ উত্তম হালদার এবং আবদুর রউফ নামে সিপিএমের দুই প্রার্থীকে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় তৃণমূল। এরপরেই ঘাসফুল শিবিরে যোগদান করানো হয় তাঁদের। এই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করেছে বামেরা।
আরও পড়ুন: HC | Recruitment Corruption | চাকরি দেওয়ার নামে তোলাবাজি, অভিযুক্ত হাইকোর্ট কর্মী
এদিকে দলত্যাগী আবদুর রউফ নিজে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় এসেছেন। নিজের ভুল বুঝতে পেরে সিপিএম ছেড়েছেন তিনি। হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখও একই সুরে বলেন, “ওই তিন প্রার্থী নিজেদের ইচ্ছায় দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা যোগ দিয়েছেন, তাঁদের ভয় দেখানো হয়নি। তাঁরা খোলা আকাশের নীচে ঘুরে বেড়াচ্ছেন। আসলে পজিটিভকে নেগেটিভ করা সিপিএমের অভ্যাস।”
৮ জুলাই এক দফায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, তার ফলপ্রকাশ ১১ জুলাই। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি চলছে। চলছে খুন-জখম, বোমাবাজি, প্রায়ই উদ্ধার হচ্ছে তাজা বোমা। সেই সঙ্গেই চলছে শেষ মুহূর্তের দলবদল। ফুটবলে ক্লাব বদলের মতো রাজনৈতিক শিবির বদল করছেন কর্মী-সমর্থক এমনকী প্রার্থীরাও। মুর্শিদাবাদের হরিহরপাড়া তেমনই এক নিদর্শন।