মুম্বই: ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে। শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের সামৃদ্ধির মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে বিয়েবাড়ির বাসে আগুন লেগে মৃত্যু হল ২৬ জনের। এই ঘটনায় অন্ত আট জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে বুলধানার স্তানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বুলধানার সিভিল হাসপাাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সূত্রের খবর, এদিন মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে পুণে ফিরছিল বাসটি। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। রাত ২টো নাগাদ বাসটিতে আচমকাই আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, আগুনের কারণে বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যায়। এ কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। এর জেরে মৃত্যু হয় ২৬ জনের। বাসের চালক জানিযেছেন, বাসের টায়ার ফেটেই আগুন লেগে যায়। এর ফলে ডিজেল ট্যাঙ্কে আগুন লেগে গোটা বাসে আগুন ছড়িয়ে যায়।
আরও পড়ুন: Saayoni Ghosh | সাড়ে ১১ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ
এ ঘটনায় বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, বাস থেকে ২৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বুলধানার স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জানা গিয়েছে। তবে ঠিক কারণে এই আগুন লাগল, তা তদন্তের পরই জানা যাবে।