কলকাতা: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। দুর্ঘটনার খবরে স্তম্ভিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা থেকে ৫-৬ জন সদস্যের এক প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২৫ টি অ্যাম্বুল্যান্স এবং ১২ জন চিকিৎসক ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অন্যান্য পদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন। দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৫০০। প্রাথমিক অনুমান, মৃতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে।
দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে জানিয়েছে ব্যবস্থা নিতে। অনেক যাত্রী আমাদের পশ্চিমবঙ্গের আছেন।মানস ভুঁইয়া এর নেতৃত্বে একটা টিম যাচ্ছে। বালেশ্বরের ডিএম কিছু অ্যাম্বুলেন্স চেয়েছে। আমরা সেই গুলো পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এর সুপার স্পেশালিটি হাসাপাতাগুলিকে তৈরি থাকতে বলেছি। ওড়িশা সরকারকে জানিয়েছি। যদি কিছু প্রয়োজন দরকার হয় আমরা করে দেব। আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত। ০৩৩২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই কন্ট্রোল রুম গুলো চালু করা হয়েছে। ওড়িশার কন্ট্রোল রুম এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।
উল্লেখ্য, ট্রেনটির ইঞ্জিনের পর থেকে স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ একাধিক বগি বেলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিক, কর্মী সহ পুলিশবাহিনী।