ইসলামাবাদ: ইমরান খানের বাড়িতে যে কোনও মুহূর্তে কমান্ডো অভিযান শুরু হতে পারে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাড়িতে ৪০ জন জঙ্গি ঢুকে আছে বলে সন্দেহ সেনাবাহিনী ও প্রশাসনের। ইমরানকে সেজন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সময় পার হয়ে যাওয়ায় কমান্ডো অভিযানের সম্ভাবনা রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তিম সময় পেরিয়ে যাওয়ায় পাকিস্তানের পঞ্জাব পুলিশ ইমরানের লাহোরের জামান পার্কস্থিত বাড়িতে ঢুকতে পারে যে কোনও মুহূর্তে। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে কমান্ডো অভিযানের সম্ভাবনা। ইতিমধ্যেই পুলিশ ৮ জন সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশ সুপার হাসান জাভেদ জানিয়েছেন, আমরা নিশ্চিত ৩০ থেকে ৪০ জন সেখানে জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে।
ইমরানের অভিযোগ, তাঁর বাড়ি ঘিরে রেখেছে বাহিনী। ঘটনা হচ্ছে, জামান পার্কের বাড়ির চারধারে রাস্তায় ব্যারিকেড করে রাখা হয়েছে। যাতায়াতকারী সমস্ত দু’চাকা ও চারচাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এককথায় গোটা এলাকাকে যুদ্ধক্ষেত্রের আবহে মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে, দলের ভিতরেও বেশ ফাঁপরে পড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সর্বময় কর্তা ইমরান খান। ৭০ বছরের দলনেতাকে বিরাট দুর্নীতির মামলায় ফাঁসতে দেখে এবং ইমরান কার্যত সেনার বিরুদ্ধে মৌখিক যুদ্ধ ঘোষণা করায় অনেকেই দল ছাড়তে কোমর বেঁধেছেন। ইমরানকে বাদ দিয়ে নতুন পিটিআই গঠনের পক্ষে দাবি উঠছে দলের অভ্যন্তরে।
আরও পড়ুন: Vande Bharat Express | পুরী-হাওড়া বন্দে ভারতের চাকা গড়াল, ভার্চুয়ালি উদ্বোধন করলেন নমো
পিটিআইয়ের বেশ কিছু নেতা এ ব্যাপারে একমত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও বিষয়টি এখনও তলায় তলায় আলোচনা স্তরে রয়েছে। ইমরান খানের প্রাক্তন ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গির তারিন, যাঁর পিছনে বহু রাজনীতিক রয়েছেন, তিনি এবং আজাদ কাশ্মীরের পিটিআই প্রেসিডেন্ট ও আজাদ কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী সর্দার তনবির ইলিয়াস সহ শীর্ষ প্রভাবশালী নেতারা নতুন পিটিআই গঠনের পক্ষে রয়েছেন। ইতিমধ্যেই দলে ভাঙনের খেলা শুরুও হয়ে গিয়েছে। পিটিআইয়ের নেতা আমিন আসলাম দলত্যাগ করেছেন। তিনি ইস্তফা দিয়ে জানিয়েছেন, ইমরান খানের সেনা-বিরোধী কর্মসূচির কারণে আর পিটিআইতে থাকা যাচ্ছে না।