নয়াদিল্লি: নিপা (Nipah Virus) ভাইরাসের কারণে কেরলে (Kerala) ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার (Central Government) সহায়তার জন্য দল পাঠিয়েছে। দুটি অস্বাভাবিক মৃত্যুর পরে গতকাল জেলা-ব্যাপী স্বাস্থ্য (Health) সতর্কতা (Alert) জারি করা হয়েছে। প্রথম মৃত্যু হয়েছিল 30 আগস্ট এবং দ্বিতীয় মৃত্যু হয়েছে সোমবার।
কেরালার কোঝিকোড় জেলায় নিপা ভাইরাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া (Mansukh Mandaviya ) তা নিশ্চিত করেছেন। ভাইরাসটি একই জেলায় আরও দুজনকে সংক্রামিত করেছে বলে কেরল সরকার জানিয়েছে। একটি বেসরকারি হাসপাতাল থেকে দুটি অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার পরে গতকাল জেলা-ব্যাপী স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। একটি কেন্দ্রীয় দল কেরলে পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং রাজ্য সরকারকে নিপাহ ভাইরাস ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য। এমনটাই জানিয়েছেন মান্ডব্য।
আরও পড়ুন: ভয়াবহ বাস দুর্ঘটনা রাজস্থানে, মৃত ১১, আহত ১২
কোঝিকোড় জেলায় নিপা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। যাদের লালা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তাদের মধ্যে দুজন নিপা পজিটিভ এবং দুজনের নিপা নেতিবাচক রিপোর্ট এসেছে। এমনটাই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি ফেসবুক পোস্টে বলেছেন। কেরলে সরকার কোঝিকোড়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে লোকেদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
পুনের শীর্ষ ভাইরোলজি ইনস্টিটিউটে ৫ টি নমুনা পাঠানো হয়েছে৷ আগের দিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) লোকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন। এবং বলেছিলেন যে উদ্বেগের কোনও কারণ নেই। কারণ যারা আক্রান্তদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন তাঁরা চিকিৎসাধীন।
উল্লেখ্য, ২০১৮ সালে কোঝিকোড় (Kozhikode) এবং মালাপ্পুরম (Malappuram) জেলায় একটি নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। এবং পরে ২০২১ সালে কোঝিকোড়ে নিপা ভাইরাসের একটি কেস রিপোর্ট করা হয়েছিল।
নিপা ভাইরাস বাদুড় থেকে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে যা মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীদের জন্য মারাত্মক। এই রোগে শ্বাসকষ্টের অসুস্থতার পাশাপাশি এটি জ্বর, পেশী ব্যথা, মাথাব্যথা, জ্বর, মাথা ঘোরা এবং বমি বমি ভাব দেখা দেয়।