লখনউ: গণধর্ষণের অভিযোগ জানাতে এসে থানার মধ্যেই ফের নাবালিকাকে ধর্ষিতা হতে হল আইসির হাতেই। চাঞ্চল্যকর এই অভিযোগ ওঠার পরই বেপাত্তা আইসি। রাজ্য পুলিসের ডিজি আইসিকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনা নিয়ে তোলপাড় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ঘটনাস্থল ললিতপুরের পালি থানা। একের পর এক খুন, ধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল উত্তরপ্রদেশ। বিরোধীদের অভিযোগ, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিজেপিশাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা বলে আর কিছু নেই।
ঠিক কী ঘটেছিল?
ওই নাবালিকা থানায় ধর্ষণের অভিযোগ করতে গিয়েছিল। সেখানেই কাকিমার সামনে ওই নাবালিকাকে ধর্ষণ করে থানার আইসি তিলকধারী সরোজ। পুলিস সূত্রে খবর, ২২ এপ্রিল গ্রামের চার যুবক ভোপালে নিয়ে যায় ওই নাবালিকাকে। সেখানে চারদিন আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়। দুদিন আগে ওই চার যুবক অসুস্থ অবস্থায় নাবালিকাকে গ্রামে ফিরিয়ে দেয়। এরপর মেয়েটি পালি থানায় অভিযোগ করতে যায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিলকধারী জানায়, পরের দিন গোপন জবানবন্দি দিতে থানায় আসতে হবে নাবালিকাকে। সেইমতো কাকিমাকে নিয়ে থানায় আসে ১৩ বছরের ওই মেয়েটি। অভিযোগ, কাকিমার সামনেই নাবালিকাকে ধর্ষণ করে ওই পুলিস অফিসার।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আন্দোলনে নামছে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ললিতপুরে যাচ্ছেন। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন: Jhalda Murder: নিহত তপনের ভাইপোকে সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
অভিযোগ উঠেছে, থানার মধ্যেই ১৩ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেন খোদ ইনস্পেক্টর ইনচার্জ। থানার ইনচার্জ-সহ ছয় পুলিসকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ফেরার ইনচার্জকে খুঁজে বার করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস এফআইআর করে।
ঝাঁসির ডিআউজি যোগেন্দ্র কুমারকে গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। সূত্রের খবর, ডিআইজি নিজেই পালি থানায় রীতিমতো ক্যাম্প খুলে বসেছেন। তিনি জানান, কাউকে রেয়াত করা হবে না। ডিআইজি সব পুলিসকর্মীকে থানায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
কানপুর জোনের এডিজি ভানু ভাস্কর জানান, ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। থানার ইনচার্জ পলাতক। তাঁকে খোঁজা হচ্ছে। ঝাঁসির ডিআইজি ঘটনার তদন্ত করছেন।
সদ্য দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন যোগী আদিত্যনাথ। তারপর থেকেই সমানে খুন-ধর্ষণের ঘটনা ঘটছে যোগী রাজ্যে। বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই বড় ইস্যু করে আন্দোলনে নামছে। প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পালি থানা অভিযোনের ডাক দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ললিতপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।
আরও পড়ুন: kolkata: ইদের রাতে পাঁচতলা থেকে পড়ে গেলেন দুই যুবক, মৃত ১