নয়দিল্লি: ভোট-পরবর্তী হিংসায় আরও দশটি এফআইআর করল সিবিআই৷ অর্থাৎ, এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসার ঘটনায় মোট ২১টি মামলা দায়ের হল৷ পাশাপাশি এই মামলায় যুক্ত থাকার অভিযোগে আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা নদিয়ার চাপড়া থানা এলাকার বিজয় ঘোষ ও অসীম ঘোষ৷ গত ১৪ মে বিজেপি কর্মী ধর্ম মণ্ডল খুনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে৷
শনিবার ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তে রাজ্যের কমপক্ষে ১৫টি জায়গায় পরিদর্শন করে৷ তারপর অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ১০টি এফআইআর করে৷ তবে, নদিয়াতে তদন্ত চলাকালীন বিক্ষোভের মুখে পড়ে৷ ভোট-পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি রাজ্যের তরফে সিট গঠন করা হয়েছে। বীরভূমের ইলামবাজার থানার গোপালনগরে প্রতিনিধি দল যায়।
আরও পড়ুন : কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে সিবিআই
গত বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন পিটিয়ে খুন করা হয় ইলামবাজার থানার গোপালনগর গ্রামের বাসিন্দা গৌরব সরকারকে। আরও এক ভাই জখম হয়। সেই ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিহত গৌরব সরকারের পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। নিহত গৌরব সরকারের মা জ্যোৎস্না সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমার ছেলে গৌরব সরকার। গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কিছু দুষ্কৃতী এসে অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। গৌরবকে ধারালো অস্ত্র দিয়ে খুব মারা হয়।” যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জ্যোৎস্না সরকার আরও জানান, তাঁর আরও এক ছেলে জখম হয়েছেন। তদন্তকারী সিবিআই অফিসারদের সে-দিনের ঘটনা সিবিআই অফিসারদের বিস্তারিত জানিয়েছেন নিহত গৌরব সরকার মা জ্যোৎস্না সরকার।