অমিতাভ বচ্চনের পর বলিউড তারকা অজয় দেবগন ৭০কোটি টাকা দিয়ে মুম্বইতে বিলাসবহুল বাড়ি কিনলেন। জুহুতে তার নিজের ‘শক্তি’ নামে একটি বিলাসবহুল বাড়ির পাশেই এই নতুন বাড়ি কিনলেন অজয়। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে আজায় দেবগান এর মুখপাত্র এখবর দিয়ে জানিয়েছেন যে গত এক বছর ধরে অজয় একটি নতুন বাড়ি কেনার জন্য খোঁজ করছিলেন। গত বছর নভেম্বর মাসে এই বাড়ির চুক্তি চূড়ান্ত হয়। চলতি মাসের প্রথমদিকে বাড়িটি অজয় দেবগনের নামে হস্তান্তর হয়। এ বাড়িটি এর আগে নাম ছিল ‘পুষ্পা’। জুহুতে অজয়ের এই বাড়ির পাশে রয়েছে অমিতাভ বচ্চন,হৃত্বিক রোশন,ধর্মেন্দ্র, অক্ষয় কুমার ও আরো অনেকে বাড়ি। মহামারীর কারণে রিয়েল এস্টেট এর ব্যবসায় মন্দা চলার কারণে কিছুটা কম দামে বাড়িটি পেয়েছেন অজয় দেবগন।