আরও ১৫ দিন রাজ্যে বাড়ল করোনার বিধিনিষেধ। এর জেরে ১৫ জুন পর্যন্ত আগের বিধি নিষেধই কার্যকর থাকবে বলে বৃহস্পতিবার নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৬ মে থেকে রাজ্যব্যাপী চলছে এই বিধিনিষেধ। কেউ কেউ একে লকডাউন আখ্যা দিয়েছেন। কিন্তু এই বিধি নিষেধকে লকডাউনের বদলে কোভিড বিধিনিষেধ বলতে চান মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘এখন যে যে শিল্পে শিথিলতা আছে, অনলাইনে যেমন যেমন বিকিকিনি চলছিল তা চলবে। পাটজাত দ্রব্যের চাহিদা দেশীয় বাজারে বাড়ায় পাটশিল্পে শ্রমিক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও ১০% শ্রমিক পয়লা জুন থেকে কাজে যোগ দিতে পারবেন। এখন ২০% শ্রমিক নিয়ে চলছে পাটশিল্প।’ এর পাশাপাশি টিকাকরণের বিষয়ে প্রান্তিক ও গরিব মানুষদের টিকা সম্পূর্ণ করতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, ‘আমরা একটা মডেল করতে চাই। তাই যাঁদের সঙ্গে মানুষের বেশি মেলামেশা তাঁদের টিকাকরণ আগে সম্পূর্ণ করতে হবে। যারা বাজারে বসেন, মাছ বিক্রি করেন, হকার, যৌনকর্মী। এঁদের টিকাকরণ সম্পূর্ণ হলে কিছুটা সংক্রমণ কমানো সম্ভব।’ চিকিৎসকরা রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, ‘লকডাউন কার্যকর হওয়ার পর থেকে আমরা রাজ্যের করোনা গ্রাফে একটা অধঃপতন দেখেছি। এই ধারা চলতে থাকলে আগামি দুই সপ্তাহে আরও কমবে গ্রাফ। তাই এই মুহূর্তে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক করে দিলে ফের সংক্রমণ হাতের বাইরে চলে যাবে।’