বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্ত হওয়ার ফলে তাঁর বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং অক্সিজেনের লেভেল কমে যাওয়ার দরুন তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ৬ চিকিৎসকের একটি দল গঠন করা হয়, যাঁরা তাঁর চিকিৎসার দায়িত্ব ভার নেন। চিকিৎসায় সাড়া দেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অক্সিজেন লেভেল ধীরে ধীরে বাড়তে শুরু করে। ওষুধে কাজ দিচ্ছিল বলে জানান চিকিৎসকরা। এরপর আজ বুধবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাঁর বাড়িতে দেখাশোনা করার কেউ নেই বলে তাঁকে আপাতত সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের বাড়ির কাছেই একটি সেফ হোমে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানেও তাঁর শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখবেন চিকিৎসকরা। সেখানেও তাঁকে অক্সিজেন এবং নেবুলাইজার দেওয়া হবে। একই হাসপাতালে ভর্তি ছিলেন বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য। তাঁকেও আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।