এবারের আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ হবে আরব আমির শাহিতে। শনিবার বিসিসিআই বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে । চলবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত।
এদিন ভার্চুয়্যাল সভায় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বোর্ড সচিব জয় শাহ এমনকি আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও। দেশের মাটিতে চলতে থাকা এই টুর্নামেন্টটিকে বোর্ড চলতি মে মাসের শুরুতে থামতে বাধ্য হয়। বায়ো বাবল ভেদ করে বিভিন্ন দলের ক্রিকেটাররা বা সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হতে থাকেন।
পাশাপাশি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ( আইসিসি) কাছে এই সময়টা আইপিএল শেষ করার জন্য আবেদন জানানো হয়েছে।
ভারতের ইংল্যান্ড সফর শেষ হচ্ছে ১৪ সেপ্টেম্বর। একদিনের মধ্যে দলের সকলে চলে আসবেন দুবাই। এক বায়ো বাবল থেকে তাঁরা নয়া বায়ো বাবলে ঢুকে পড়বেন।
এবারের আইপিএলে ইংল্যাণ্ডের ১১ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। জাতীয় একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক মরগ্যান আছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। আছেন জোস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ডেভিড মালান, ক্রিস জর্ডন, সাম বিলিংস, জ্যাসন রে, আর দুই ভাই টম ও সাম কুরান। যদিও বেন স্টোকস আর জোফ্রা আর্চার চোটের জন্য এখন এই আকর্ষণীয় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাওয়া যাবে। কিন্তু ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পেতে কথা চালাচ্ছে ভারতীয় বোর্ড।