নিজের রেশন যাতে নিজেই পায় সেই ব্যবস্হা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তি বাদ্ধতামূলক করা হচ্ছে। আগামী আগষ্ট মাসের মধ্যে সমস্ত গ্রাহককে আধার সংযুক্তির লক্ষ্য রেখেছে রাজ্যের খাদ্য দফতর। এমনটাই জানালেন সদ্য দায়িত্ব নেওয়া খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানান, এতে সুবিধা হবে যেমন বহরমপুর বা অন্য জেলার বাসিন্দা হলেও কলকাতা বা যেকোন প্রান্ত থেকে তুলতে পারবেন তাঁর রেশন। কোভিড পরিস্হিতিতে বাস্তব পরিস্হিতির কথা মাথায় রেখে সরলিকরণ করা হচ্ছে রেশন পাওয়ার ব্যবস্হা। এই সরলীকরণের জন্য তৈরী করা হয়েছে ৮সদস্যর কমিটি। তাঁরাই ঠিক করবেন কারা পাবেন ভর্তুকিযুক্ত রেশন। এছাড়াও মন্ত্রী জানান, রেশন কার্ডের জন্য আবেদনের অনুমোদন পেলেই তা দেখিয়েই রেশন তুলতে পারবেন গ্রাহকরা। যার নামকরণ করা হচ্ছে ই-রেশন কার্ড। গ্রাহকদের সুবিধার স্বার্থে খাদ্য তৈরী করছে নতুন অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাঁদের খাদ্য দফতর সংক্রান্ত সমস্ত কাজই করতে পারবেন বলে জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।