শুক্রবার মুম্বইয়ে এক মহিলার কাছে থেকে ৩.০৮ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল। অভিযোগ, ৫০ বছরের সরস্বতী পরমা নাইডু একজন মাদক সরবরাহকারী। মাদক পাচার হচ্ছে খবর পেয়ে ফাঁদ পাতে পুলিশ। এরপর ওই মহিলাকে বমাল গ্রেফতার করা হয়। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক দত্তা নানাওয়াদ বলেন, “অবৈধ বাজারে ওই মহিলার কাছ থেকে ১.০২ কেজি হেরোইন, (যার বাজার দর ৩.০৮ কোটি টাকা) পাওয়া গেছে”। তদন্তে প্রকাশ, সরস্বতী নাইডু দীর্ঘদিন ধরে, সক্রিয় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। মুম্বইয়ের দক্ষিণ ও মধ্যভাগেই মূলত এই চক্রটি কাজ করতো। ওই মহিলা কোথা থেকে মাদক সংগ্রহ করতেন, কারাই বা তাঁর কাছে থেকে মাদক কিনতো তা খতিয়ে দেখছে অ্যান্টি নারকোটিক্স সেল।
নাইডুকে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে এনডিপিএস ধারায় আটক করা হয়েছে। দত্তা নানাওয়াদে জানিয়েছেন, তদন্তের স্বার্থে ওই মহিলাকে ৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।