রাজ্য কেন্দ্র টানাটানির মধ্যে আগামীকাল মঙ্গলবার থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী।
রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ৩ মাসের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে তাঁর মেয়াদও বৃদ্ধি করে কেন্দ্রের তরফে অনুমতি সূচক চিঠি পাঠান হয়। তারপরেও আবার তাঁকে কেন্দ্রে ডেকে নেওয়ার বিষয়ে তীব্র আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এই নিয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে টানাটানির মধ্যে সোমবার চাকরি জীবন থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আর এর অব্যবহিত পরেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে তাঁকে নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। নতুন স্বরাষ্ট্র সচিব হলেন বিপি গোপালিকা।