রাজ্যের মুখ্যসচিব পদে থাকছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি মেনে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করলো কেন্দ্র। বর্তমান পরিস্থিতিতে আরও তিনমাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন। উল্লেখ্য, চলতি মাসেই মুখ্যসচিবের পদ থেকে তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তাঁর এই পদে থাকার মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির আবেদন জানিয়ে রাজ্য সরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল। যুক্তি ছিল, অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক থাকলে সব ধরণের কাজ করতে সুবিধে হয়। আগেও এমন ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকদের চাকরির মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। এবারও রাজ্যের কথা শুনে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করল।