তৃণমূলের দায়ের করা মামলা খারিজের আর্জি জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী।রাজ্যে হিংসায় মদত দিয়েছেন মিঠুন এই অভিযোগে বিধানসভা ভোটের আগে মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল। এবার পাল্টা আইনি পদক্ষেপ নিলেন অভিনেতা। ঘটনার সূত্রপাত ব্রিগেডের সভামঞ্চে। মার্চ মাসের শুরুতে ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দেন মিঠুন।সেখান থেকে তিনি বলেন, ‘‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা চলবে।’’ এরপরই বলেন, ‘‘আমার প্রচার শুরু করার আগে, একটা জিনিস মাথায় রাখবেন। এখানে সকলের ভাষণ এক জায়গায় করলে যা দাঁড়ায় তা হল, আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।’’ এই উস্কানিমূলক মন্তব্য করায় তাঁর ওপর চটেছিল অন্যান্য রাজনৈতিক দলগুলি। এখানেই শেষ নয়, পরবর্তীতে বহু সভায় প্রচারে গিয়ে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন মহাগুরু। এরপরই অপরাধমূলক ষড়যন্ত্র (১২০বি), উস্কানিমূলক বক্তৃতা করে শান্তিভঙ্গের চেষ্টা (৫০৪, ৫০৫), বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্বেষ ছড়ানো (১৫৩এ)-সহ একাধিক ধারায় মিঠুনের বিরুদ্ধে মামলা করে তৃণমূল। এব্যাপারে মিঠুন অবশ্য জানিয়েছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তিনি প্রচারে গিয়ে তাঁর সিনেমার জনপ্রিয় সংলাপ বলেছেন, তাও জনগনের আবদারে।