বহু টানাপোড়েনের পর অবশেষে মহারাষ্ট্রে শুরু হচ্ছে আনলক পর্ব। মরারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। তাদের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ জুন থেকে শুরু হবে আনলক পর্ব। পূর্বে নির্ধারিত অনুযায়ী ৫ দফাতে এই আনলক পক্রিয়া হবে। এ ক্ষেত্রে যে জেলা গুলিতে সংক্রমণের হার কম, সেই সঙ্গে হাসপাতালে বেডের সংখ্যা, অক্সিজেনের যোগান আছে কিনা, এই সব বিষয় গুলি খতিয়ে দেখে সেই সব জেলা বা শহর গুলিকে আনলক পর্বের আওতায় আনা হবে। তবে আনলক পক্রিয়া জারি হলেও মানতে হবে নূন্যতম বিধি নিষেধ, জানাল মুখ্যমন্ত্রীর দফতর। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার এই ৫ দফায় আনলক পক্রিয়া চালু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়। আপাতত লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছিল মহারাষ্ট্র সরকারের তরফে।