প্রকাশের সময় :
মঙ্গলবার, ১ জুন, ২০২১, ০৭:৪৯:১২ পিএম
/
৪১৯
বার খবরটি পড়া হয়েছে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর এবার সুর মেলালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ১১ টি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে একাট্টা হয়ে দাবি আদায়ের আবেদনে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিধ্বনি। তিনি চিঠিতে কেন্দ্রের সমালোচনা করে লেখেন, বিনামূল্যে টিকাকরনের দায়িত্ব কেন্দ্র তাদের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে। সবাই মিলে কেন্দ্রকে এ বিষয়ে দায়িত্ব নেওয়ার দাবি তোলার আবেদন জানান তিনি। চিঠিতে তিনি আরও লেখেন, জনস্বার্থে বিনামূল্যে দেশবাসীকে টিকা দেওয়া উচিত। রাজ্যের ওপর টিকা ক্রয়ের বোঝা চাপালে তা রাজ্যের কোষাগারের ওপরেও চাপ সৃষ্টি করবে। প্রসঙ্গক্রমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগেই দাবি জানিয়ে ছিলেন দেশবাসীকে বিনা পয়সায় টিকা করণের ব্যবস্হা করুক কেন্দ্রের সরকার। ১৪০ কোটি ভারতবাসীর জন্য টিকাকরনের খরচ ৩০ হাজার কোটি টাকা যা কেন্দ্রের সরকারের কাছে কিছুই না। কেবল তাই নয় কেন্দ্র ভ্যাক্সিনের ব্যবস্হা করে দিলে রাজ্য নিজের পয়সায় কিনে তা রাজ্যবাসীকে বিনা পয়সায় টিকাকরণ করবে। রাজ্যের সে আর্জিও কেন্দ্র শোনেনি বলেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।