প্রথমে করোনা, তারপরে ব্ল্যাক ফাঙ্গাস এবং এখন নতুন আগমন হোয়াইট ফাঙ্গাসের। চিকিৎসকরা সম্প্রতি হোয়াইট ফাঙ্গাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন যা ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও ভয়ানক। বিহারে অনেকেই এরই মধ্যে হোয়াইট ফাঙ্গাসের শিকার হয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, হোয়াইট ফাঙ্গাস দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গকে সংক্রমিত করে বিকল করে দিতে পারে। যার মধ্যে রয়েছে ফুসফুস, যকৃত এবং যৌনাঙ্গ। এমনকি নখের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এই হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। এই ছত্রাকের সংক্রমণের হার কালো ছত্রাকের থেকে অনেক বেশি যা চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস থেকে মৃত্যুর খবর পাওয়া গেলেও হোয়াইট ফাঙ্গাসের আক্রমণের ফলে মানুষের মৃত্যু হয়েছে এমন খবর এখনও পাওয়া যায়নি। এমনকি করোনা আক্রান্ত রোগীদের হোয়াইট ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, সে বিষয়ে চিকিৎসকরা বিস্তারিত কিছু জানাননি। আপাতত এই নতুন ফাঙ্গাস নিয়ে গবেষণা শুরু হয়েছে।