কলকাতা: বউবাজারে (Burrabazar Fire) শাড়ির গোডাউনে আগুন (Burrabazar Saree Godown Fire)। শনিবার দুপুরে রাজাকাটরা এলাকায় শাড়ির গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ওই বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। জনবহুল এলাকা হওয়ার স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের আধিকারিকরাও।
আরও পড়ুন: শাল-পিয়ালের জঙ্গলে শীতের সকালে চিতা-হরিণের খোঁজে পর্যটকরা
১৪৭ নম্বর কটন স্ট্রিট এলাকার ঘটনা। এই এলাকায় বেশিরভাগই জামাকাপড়, বিশেষ করে শাড়ির দোকান-গোডাউন-পাইকারি বাজার রয়েছে। স্থানীয় সূত্রের খবর, আজ দুপুর ২টো নাগাদ সংশ্লিষ্ট বিল্ডিংয়ে ৫ তলার গোডাউনে আগুন লেগে যায়। যদি এই মুহূর্তে দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। আগুন যাতে আশপাশের বাড়িগুলিতে না ছড়ায় তার চেষ্টা চালাচ্ছে্ন দমকল কর্মীরা। পুলিশ সূত্রের খবর, ব্যাংক থেকে এই গোডাউনকে সিস করে দিয়ে যাওয়া হয়েছিল। যেহেতু অতিরিক্ত ঘিঞ্জি এলাকা, তাই আগুন ছড়িয়ে পড়া সম্ভাবনা রয়েছে। তাই এই বিল্ডিং এর সমস্ত অফিস এবং গোডাউনে লোকেদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।