Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
প্লাতিনিকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো, হাঙ্গারিকে উড়িয়ে দিল পর্তুগাল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ১১:৫৩:২৮ এম
  • / ৩৪৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

পর্তুগাল–৩    হাঙ্গারি–০

(রাফায়েল গেরেইরো, রোনাল্ডো-২)

চুরাশি মিনিট পর্যন্ত যে ম্যাচটা গোল শূণ্য ছিল সেটাই যে খেলার শেষে পর্তুগালের দিকে এভাবে ঢলে পড়বে তা কেউ ভাবেনি। বুদাপেস্টের পুসকাস এরিনায় সাতষট্টি হাজার দর্শকের সামনে হাঙ্গারির সব লড়াই শেষ হয়ে গেল মাত্র আট মিনিটে। একেই বলে চ্যাম্পিয়নের খেলা। গত ইউরোর চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবার দুর্দান্ত শুরু করল। সৌজন্য সি আর সেভেনের জোড়া গোল। আর কদিন পরেই ৩৭ বছরে পৌছবেন পর্তুগিজ অধিনায়ক। কিন্তু গোল করার কী দুরন্ত আকাঙ্খা। সারা ম্যাচ গোলের জন্য হন্যে হয়ে ঘুরেও গোল পেলেন একেবারে শেষ দিকে। ৮৭মিনিটে পেনাল্টি থেকে। কিন্তু তাতে কি মন ভরে। অতএব জেতা নিশ্চিত হয়ে গেলেও নিজের গোলের জন্য ছোঁকছোঁকানি কমল কোথায়? অবশেষে ৯২ মিনিটে গোলকিপারকে কাটিয়ে গোল করে তবে স্বস্তি। এবং এর ফলে ইউরোর ফাইনাল রাউন্ডে মিশেল প্লাতিনির নয় গোলকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো। প্লাতিনির ছিল নয় গোল। রোনাল্ডোর হয়ে গেল এগারো। এই ইউরোতেই সেই সংখ্যাটা আরও বাড়বে। আর এই পারফরম্যান্সের পর রোনাল্ডো ছাড়া কাকেই বা ম্যাচের সেরা বাছা সম্ভব? এবং সেরার পুরস্কার পেয়ে রোনাল্ডো স্পর্শ করলেন আন্দ্রে ইনিয়েস্তার রেকর্ড। স্প্যানিশ কিংবদন্তীর মতো রোনাল্ডোরও ম্যাচের সেরার পুরস্কারের সংখ্যা এখন ছয়।

এবারের ইউরোতে উয়েফা দর্শকদের প্রবেশাধিকার দিয়েছে। কিন্তু সেটা খুব বেশি হলে পনেরো হাজার। কিন্তু এদিন পুসকাস এরিনায় গ্যালারি পূর্ণ। সা-ত-ষ-ট্টি হাজার দর্শক মাঠে। করোনার আবহে যা অভাবনীয়।

গত ইউরোতেও পর্তুগাল এবং হাঙ্গারি এক গ্রূপেই ছিল। সেই ম্যাচেও জোড়া গোল ছিল রোনাল্ডোর। কিন্তু ম্যাচের ফল ছিল ৩-৩। এদিন নিজেদের মাঠে হাঙ্গারি ডিফেন্স সামলে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। পর্তুগাল রোনাল্ডোকে সামনে রেখে নিজেদের ছক সাজিয়েছিল। তাঁর পিছনে ছিলেন বার্নাদো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ এবং দিয়েগো জোটা। এদের চেষ্টায় গোলের সুযোগও অনেকগুলো তৈরি হয়েছিল। কিন্তু তার থেকে গোল হয়নি দুটো কারণে। এক হাঙ্গারি গোলকিপার পিটার গুলাচির অনবদ্য কয়েকটি সেভের জন্য। এবং দুই, গোল করার জায়গায় চলে গেয়েও রোনাল্ডোদের লক্ষ্যভ্রষ্ট হওয়া। বিরতির আগে তো আট গজের মধ্যে বল পেয়েও রোনাল্ডো হারাতে পারেননি গুলাচিকে। পা দিয়ে বাঁচিয়ে দেন হাঙ্গারি গোলকিপার। এর পর ডান দিক থেকে ভেসে আসা বলে হেড করেও গোলে রাখতে পারেননি রোনাল্ডো। তার আগে ব্রূনো ফার্নান্ডেজের শট বাঁচিয়ে দেন গুলাচি।

দ্বিতীয়ার্দ্ধে হাঙ্গারি ডিফেন্সিভ খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু পেপের নেতৃত্বে পর্তুগিজ ডিফেন্স তাদের কোনও জায়গাই দেয়নি। তবু পেনাল্টি বক্সের বাইরে থেকে যে সব শট আসছিল তা প্রতিহত হচ্ছিল পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিয়ার হাতে। ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্য বার্নাদো সিলভার জায়গায় রাফা সিলভার নামা। বেনফিকার এই আ্যাটাকিং মিডফিল্ডার নামার পরেই ঝাঁঝ বাড়ে তাদের আক্রমণের। গোল পাওয়ার জন্য রোনাল্ডোও বাঁ দিক থেকে সরে ঢুকে পড়েন ভেতরে। রাফা সিলভার সঙ্গে নামানো হয় রেনাতো স্যাঞ্চেসকেও। এই জোড়া ফলায় কাত হাঙ্গারি। ৮৪ মিনিটে রাফা সিলভার বাড়ানো বল থেকে গোল করলেন রাফায়েল গোরেইরো। তিন মিনিট পরেই রাফা সিলভাকে বক্সে ল্যাং মেরে ফেলে দেন আটলা সালাই। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রোনাল্ডো। কিন্তু তাতেও মন ভরেনি ক্যাপ্টেনের। ৯২ মিনিটে রাফার সঙ্গে ওয়াল পাস খেলেই সামনে গোলকিপারকে পেয়ে যান রোনাল্ডো। কিন্তু তাকেও কাটিয়ে গোল করেন সি আর সেভেন।

এফ গ্রূপকে বলা হচ্ছে গ্রূপ অব ডেথ। এই গ্রূপে আছে ফ্রান্স এবং জার্মানিও। প্রথম ম্যাচে পর্তুগাল যে ফর্ম দেখাল তাতে তাদের গ্রূপের গণ্ডি পেরনো শুধু সময়ের অপেক্ষা। আর সেই ২০০৪ থেকে ইউরো খেলছেন রোনাল্ডো। এটা তাঁর পঞ্চম ইউরো। কিন্তু এখনও কী গোলক্ষুধা! মঙ্গলবারের জোড়া গোলের পর আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল হয়ে গেল ১০৬। ইরানের আলি দায়ি (১০৯) থেকে আর মাত্র তিন গোল দূরে। এই ইউরোতেই, মনে হচ্ছে, আলি দায়ির রেকর্ড অতীত হয়ে যাবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সেমিফাইনালে ওঠাই লক্ষ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
হার্ভার্ডে বিদেশি ছাত্র ছাত্রীদের পড়ানো বন্ধের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
গরু পাচার রুখতে গিয়ে প্রাণ গেল একজনের, আহত দুই পুলিশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাতিল নয়, কেন্দ্রীয় সরকারের আশ্বাসে স্বস্তি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ভুয়ো পাসপোর্ট কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
রূপান্তরকারী নারীরা ‘মহিলা’ নন, যুগান্তকারী রায় ব্রিটিশ সুপ্রিম কোর্টের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
চাকরি গেল ভারতের ব্যাটিং ফিল্ডিং কোচের, ইংল্যান্ড ম্যাচের আগে বদল
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
শিনকানসেন, ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন উপহার জাপানের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
শেয়ার বাজারে বড় উত্থান, সেনসেক্স বেড়েছে প্রায় ১২০০ পয়েন্ট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
চাকরি করতে পারবেন…আপাতত স্বস্তি ২৬ হাজার চাকরিহারার, এল সুপ্রিম নির্দেশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
দিল্লির রঙ্গা-বিল্লা মামলা নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
পরিবারের অমতে বিয়ে করলে, মিলবে না পুলিশি সুরক্ষা, বিতর্কিত রায় এলাহাবাদ হাইকোর্টের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তীব্র গরম থেকে মিলবে কি স্বস্তি?
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বিধ্বংসী আর্সেনাল, চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ওয়াকফ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team