মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর রাজ্য জুড়ে পিছিয়ে গেল পলিটেকনিকের পরীক্ষা। আগামী ১৫ জুনের পর হতে পারে এই পরীক্ষা বলে কারিগরি শিক্ষা দফতর সূত্রে খবর। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক ও আগষ্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে মাধ্যমিক। তিনি বলেন ছাত্রছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছে। আর ছাত্রছাত্রীদের অনিশ্চয়তা কাটাতেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের জানানো হয়েছিল চিন্তা করার কিছু নেই, পুরোটাই রাজ্য সরকারের নজরে আছে। সঠিক সময়ে সরকার ব্যবস্হা নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান দেড় ঘন্টার পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে কোভিড দূরত্ব বিধি মেনে।